নাটোরের লালপুরে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বসন্তপুর মৌজায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার।
এ নিয়ে চলতি মাসের ৭ নভেম্বর কালবেলা অনলাইন ও প্রিন্ট ভার্সনে ‘লালপুরে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ’ নির্মাণ শিরোনামে একটি তথ্য বহুল সংবাদ প্রকাশিত হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বসন্তপুর মৌজায় হাজি মো. নাজিম উদ্দীনের মালিকানাধীন জায়গার ওপর দিয়ে সরকারি রাস্তা হওয়ার পর থেকে ওই জায়গাটি তার দখলে থাকে। সেখানে তিনি কয়েকটি মেহেগনি গাছ লাগান। গত বছর রাতের অন্ধকারে বেরিলাবাড়ি গ্রামের জমির উদ্দীনের ছেলে মহিবুর রহমান অবৈধভাবে ঘর নির্মাণ করে দখলে নেন। কিন্তু তিনি সেখানে বসবাস করতেন না। শুধু দখল করার জন্য ঘর নির্মাণ করেছিলেন। সম্প্রতি সেখান থেকে ৫টি মেহগনি গাছ রাতের আধারে দুর্বৃত্তরা কেটে নিয়েছেন। সোমবার উচ্ছেদ অভিযান চালিয়ে সেই জমি দখলমুক্ত করা হয়। জায়গাটি দখলমুক্ত হওয়ায় খুশি স্থানীয়রা।
লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার দৈনিক কালবেলাকে জানান, সরকারি খাস জমিতে অবৈধভাবে ঘর উত্তোলন করে দখলে নেওয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয়েছে। উচ্ছেদকৃত ঘরের মালামাল জব্দ করা হয়েছে। অবৈধ দখলকারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা সোহেল আহম্মেদ ও সেনাবাহিনীর সদস্যরা।
মন্তব্য করুন