সাতক্ষীরায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী একাধিক গণমাধ্যমকর্মীসহ সনাতন ধর্মালম্বীরা জানান, প্রথম দফায় মানববন্ধনের মিলন কুমার নামে এক সাংবাদিক আহত হয়েছেন। এ সময় মিলনের ওপর হামলার ভিডিও ধারণ করলে এক সাংবাদিক নেতার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও ডিলিট করে দেওয়া হয়।
কলারোয়া থেকে আসা জয়ন্ত কুমার পাল, প্রথম হামলার ঘটনাটা ঘটে বিকেল ৩টার দিকে। এ সময় সাংবাদিক মিলন কুমারসহ সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধনের প্রস্তুতি নিতে থাকেন। কোনোকিছু বুঝে ওঠার আগে সেখানে হামলা চালানো হয়।
ঝাউডাঙ্গা রাজা গোবিন্দ মন্দির পুরোহিত ওবায়দুদাস বাবাজি বলেন, মানববন্ধন শুরুর আগে বিকাল ৩টার দিকে প্রথম দফায় হামলা হয়। পরে বিকাল ৪টার দিকে আমরা পুনরায় মানববন্ধন শুরু করি। বক্তব্য চলাকালীন সময় ফের হামলার চেষ্টা চালায় হেলমেট বাহিনী।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘বিএনপি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। সনাতনীদের হামলা করে থাকলে এর দায় ব্যক্তির ওপর বর্তাবে। এমন কর্মকাণ্ডকে ঘটে থাকলে তার নিন্দা জানাই।’
জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ‘মানববন্ধনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশের উপস্থিতি থাকার কথা। হামলা করে মানববন্ধন পন্ড করে দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
মন্তব্য করুন