কিশোরগঞ্জের ভৈরবের রানীর বাজার এলাকার একটি বাসা থেকে দুই সন্তান ও বাবা-মাসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ভৈরব বাজারের শাহী মসজিদের ৭ তলা একটি বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৃত গরেঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী গাজিপুরের নির্মল মল্লিকের মেয়ে নিপা মল্লিক (২৬), ছেলে দ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৪)।
স্থানীয়রা জানায়, তিন মাস আগে মৃত শাজাহান মিয়ার বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে ওঠেন জনি বিশ্বাস। তিনি স্থানীয় একটি ওয়াকসপে কাজ করতেন। প্রতিদিন সকালে সে কাজে বের হয়। কিন্তু আজ তিনি বের হননি। তারপর বিকেল ৩টার দিকে লোকজন দরজা ভেঙে রুমের মধ্যে ঢুকে তাদের মরদেহ দেখতে পায়। কিন্তু কীভাবে ঘটনাটি ঘটেছে তা কেউ জানেন না। তবে পুলিশ ধারণা করছে, স্ত্রীকে গলা কেটে ও দুই শিশু সন্তানকে বালিশচাপা দিয়ে আত্মহত্যা করেছেন জনি বিশ্বাস।
খবর পেয়ে বিকেলে র্যাব ও ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে ভৈরব থানার ওসি (ভারপ্রাপ্ত) শাহিন মিয়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানায়, আমরা ৯৯৯ এ কলের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থালে যায়। ধারণা করা হচ্ছে স্ত্রী ও ছেলেমেয়েকে হত্যার পর আত্মাহত্যা করেছেন জনি।
তিনি জানান, পিবিআই ও সিআইডি প্রাথমিক তদন্তে করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন