সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০১:১৮ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সামেকে কেনাকাটা না করেই ৬ কোটি টাকা আত্মসাৎ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা

সফটওয়্যার ও যন্ত্রপাতির ভুয়া বিলের মাধ্যমে ক্রয় দেখিয়ে প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের তিন ডাক্তারসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সফটওয়্যার যন্ত্রপাতি সরবরাহ না করেই ৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের ঢাকা সেগুনবাগিচার প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত সম্প্রতি এ অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে মামলার এজাহারনামীয় আসামির মধ্যে চারজন ও তদন্তে নতুন করে উঠে আসা আরও চারজনের নাম দেওয়া হয়েছে। আদালতে অভিযোগপত্রটি আমলের জন্য ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত বলেন, অভিযোগপত্রে নাম থাকা এজাহারনামীয় চার আসামি হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের যৌথ মালিক মো. আব্দুস সাত্তার সরকার ও মো. হাসান হাবিব, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যালের মালিক মো. জাহির উদ্দিন সরকার ও ইউনিভার্সেল ট্রেড করপোরেশনের মালিক মো. আসাদুর রহমান। মারা যাওয়ায় এজাহারনামীয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার শেখ শাহজাহানের নাম বাদ দেওয়া হয়। অন্যরা হলেন- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ রুহুল কুদ্দুস, ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নারায়ণ প্রসাদ সান্যাল, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শামসুর রহমান ও মেডিকেল কলেজটির স্টোরকিপার হাসান হাবিব।

তিনি বলেন, কমিশনের নির্দেশে গত ১৪ আগস্ট সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তদন্তে নাম আসায় নতুন করে অভিযোগপত্রভুক্ত করা হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ রুহুল কুদ্দুস, ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নারায়ণ প্রসাদ সান্যাল, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শামসুর রহমান ও মেডিকেল কলেজের স্টোরকিপার হাসান হাবিব। সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এদিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযোগপত্রে নাম এসেছে এমনটি জানতে পেরে আত্মপক্ষ সমর্থনের জন্য সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুসসহ চারজন দুদকের চেয়ারম্যান বরাবর একটি আবেদন করেন। তদন্তকারী কর্মকর্তা তাদের আবেদন আমলে না নিয়ে অভিযোগপত্র দাখিল করেন। এর পর পরই ওই চার আবেদনকারী উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। একপর্যায়ে আদালত দুদকের প্রধান কর্মকর্তাসহ কয়েকজনকে সম্প্রতি সশরীরে মহামান্য হাইকোর্টে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে বিধিবহির্ভূতভাবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক অনুমোদন ব্যতীত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ কোটি ৬ লাখ ৯৯ টাকার পিকচার আর্কির্ভিং অ্যান্ড কমিউনিকেশন্স সিস্টেম (পিএসিএস) নামক সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারিজ কেনার উদ্যোগ নেন প্রতিষ্ঠানটির তৎকালীন তত্ত্বাবধায়ক ডা. শেখ শাহাজাহান আলী। এজন্য তিনি বাজারদর কমিটি, দরপত্র উন্মুক্তকরণ কমিটি, দরপত্র মূল্যায়ন কমিটি ও সার্ভে কমিটি গঠনসহ ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করেন। পরদিন বাংলা ও ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ঢাকার পুরানা পল্টনের মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুস সাত্তার সরকার ও আহসান হাবিব এবং বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকেলের স্বত্বাধিকারী মো. জাহেরউদ্দিন সরকার এর কার্যাদেশ পান। মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের আবেদনের ভিত্তিতে দরপত্রের বৈধতার মেয়াদ ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়।

২০১৮ সালের ২৮ জুলাই প্রায় ৭ কোটি টাকা মূল্যের একটি পিকচার আর্কির্ভিং অ্যান্ড কমিউনিকেশন্স সিস্টেম (পিএসিএস) সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারিজ সরবরাহের জন্য ওই দুই প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়। ওই বছরের ৪ সেপ্টেম্বর মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনাল পিএসিএস সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারিজ সরবরাহের চালান ডা. শেখ শাহজাহানকে দেওয়া হয়।

৩ সেপ্টেম্বর মালপত্র বুঝে নেওয়ার জন্য কারিগরি সার্ভে কমিটি গঠন করেন। কমিটির সভাপতি হিসেবে সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, সদস্য সচিব হিসেবে সহযোগী অধ্যাপক ডা. সামছুর রহমান (শিশু) ও সদস্য হিসেবে সহকারী অধ্যাপক ডা. নারায়ণ প্রসাদ সান্যালকে (নাক, কান ও গলা) অন্তর্ভুক্ত করা হয়। মালপত্র বুঝে না পাওয়ার পরও ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর সার্ভে সম্পন্ন করে চালানে স্বাক্ষর করেন সার্ভে কমিটির ওই তিন সদস্য। এরপর লেজারে লিপিবদ্ধ করার জন্য স্টোরকিপার আহসান হাবিবকে নির্দেশ দেন। দুদক ২০১৯ সালের ১৫ মে সরেজমিনে তদন্ত করে ডা. শেখ শাহাজাহানের মেশিনারিজ কেনার যৌক্তিকতা ও ব্যবহারের নিয়মনীতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। দেখাতে পারেননি কোনো মালপত্র।

২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর ওই সফটওয়্যার ও সংশ্লিষ্ট মেশিনারিজ স্থাপন করা হয়নি মর্মে প্রতীয়মান হয়। সেই অনুযায়ী সফটওয়্যার ও সংশ্লিষ্ট মেশিনারিজ তৃতীয় কাস্টমার অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস ও সহকারী অধ্যাপক ডা. সুতপা চ্যাটার্জিকে কমিটির সদস্য করা হয়। দুদকের অনুসন্ধান চলাকালীন ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর অনুসন্ধান কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এ ঘটনায় ২০১৯ সালের ৩১ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ের সাবেক উপসহকারী পরিচালক ফেরদৌস রহমান বাদী হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ শাহাজান আলী, ঢাকার পুরানা পল্টনের মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুস সাত্তার সরকার ও আহসান হাবিব এবং বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকেলের স্বত্বাধিকারী মো. জাহেরউদ্দিন সরকার ও দিনাজপুরের ইউনিভার্সাল ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী আসাদুর রহমানের নাম উল্লেখ করে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে ‘পিকচার আর্কির্ভিং অ্যান্ড কমিউনিকেশন্স সিস্টেম (পিএসিএস)’ নামক সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারিজ সরবরাহ না করে ভুয়া বিল দাখিল করে ওই বিলের ভিত্তিতে সরকারের ৬ কোটি ৬ লাখ ৯৯ টাকা আত্মসাৎ করার দায়ে দুর্নীতি দমন কমিশন খুলনার সমন্বিত কার্যালয়ে ৯ নম্বর মামলা করে।

জানা যায়, দুদকের প্রধান কার্যালয়ের সাবেক উপসহকারী পরিচালক ফেরদৌস রহমান বদলি হওয়ায় তদন্ত ভার বর্তায় ওই প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াতের ওপর। ২০২০ সালের ৩ ডিসেম্বর ডা. শেখ শাহজাহান মারা যান। প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে পরস্পর যোগসাজশে সরবরাহকৃত চালানে যথাসময়ে মালপত্র বুঝে না পাওয়া এবং স্থাপন না হওয়া সত্ত্বেও মালপত্র বুঝে পেয়েছেন মর্মে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর চালানে স্বাক্ষর করেন।

সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু বলেন, তিনজন ডাক্তারসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সফটওয়্যার যন্ত্রপাতি সরবরাহ না করেই ৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। আদালতে দাখিলকৃত অভিযোগপত্রটি আমল গ্রহণের জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারির ২ তারিখ দিন ধার্য আছে।

তিনি বলেন, অভিযোগপত্রটি আমল গ্রহণ হলে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। এরপর আদালত রায় শোনাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল কর্তৃপক্ষ / অভিজিতের মৃত্যুর দায় হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই : আসিফ মাহমুদ

কারাগারে বসে পরীক্ষার অনুমতি পেলেন সাবেক মেয়র তিতু

পরিবারের মুখে হাসি ফোটানো আর হলো না শহীদ আহসানের

পাকিস্তানে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হলো সেনাবাহিনীকে

‘হাওরের জন্য সরকারের মাস্টারপ্ল্যান আছে’

জয়পুরহাটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

আবারও জামিন শুনানি হবে চিন্ময় দাসের

মেয়েদের যেসব গুণ দেখে বিয়ে করতে বলেছেন মহানবী

শ্রম অধিকারের দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলো সমাধান জরুরি : মার্কিন প্রতিনিধি দল

১০

আমরা ছাত্রদের কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১২

হোয়াইট হাউজে ঢুকেই নতুন যুদ্ধের দামামা বাজাবেন ট্রাম্প

১৩

গণকবরস্থানের টাকাও আত্মসাৎ!

১৪

এক স্থানেই দুই স্মৃতিসৌধ, ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা

১৫

সুদের ওপর টাকা নিয়ে বাড়িছাড়া সাঘাটার আজাদ

১৬

প্রত্যাশা অনুযায়ী জনগণ গণমাধ্যমের সহায়তা পাচ্ছে না : উপদেষ্টা নাহিদ

১৭

রোহিঙ্গা শিবির পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি

১৮

মালয়েশিয়ায় অভিবাসন নিয়ে নতুন দুই পদক্ষেপ

১৯

রিমান্ড শেষে ফের কারাগারে কামরুল ইসলাম

২০
X