কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র থেমে নেই : নাজমুল হাসান

মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় পথসভা। ছবি : সংগৃহীত
মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় পথসভা। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন, জুলাই আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়। পতনের পরও হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এসব কথা বলেন।

তিনি বলেন, পতিত শেখ হাসিনা সরকার দেশের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ করে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি দুর্বল করে দিয়েছিল। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার নেশা তাদের পেয়ে বসেছিল। আওয়ামী সরকার বিএনপির সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা, শত শত নেতাকর্মীকে গুম করার মাধ্যমে ক্ষমতা দখল করে রেখেছিল।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের সব ষড়যন্ত্র রুখে দিতে অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষ যেন আমাদের প্রতি বিরূপ ধারণা পোষণ না করে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ দলের শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা করা হয়। পথসভা শেষে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকার বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট ও ধানের শীষের লিফলেট বিতরণ এবং গণসংযোগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, শিক্ষাবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী, সদস্য সচিব নাজমুল হোসাইন, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলিমুজ্জামানসহ শতাধিক নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাডভোকেট সাইফুলের খুনিদের কঠোর শাস্তি হবে : নাহিদ  ইসলাম

উত্তরে বেড়েছে শীতের প্রকোপ

বাংলাদেশ ধর্মীয় সহনশীলতা ও শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বে অনন্য : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আইনজীবী নিহতের ঘটনায় আটক ২৭

দুপুরে শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ইমরানের কথা অমান্য পিটিআইয়ের, বিক্ষোভে নতুন মোড়

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে যেসব শর্ত

‘জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের রক্তের ঋণ আমরা যেন ভুলে না যাই’

বাবার স্মৃতি ধরে রাখতে সন্তানের অনন্য প্রয়াস

১০

কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান শিবিরের

১১

আলমারি-টেবিল এখনো গুছিয়ে রাখছেন মা, কিন্তু ছেলে যে আর ফিরবে না

১২

রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট

১৩

বায়ুদূষণের শীর্ষে সারায়েভো, ঢাকার কী পরিস্থিতি?

১৪

নিকলীতে ১৪৫ হাঁস খামারে বেকারদের কর্মসংস্থান

১৫

সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে ইমরান খানের কঠোর বার্তা

১৬

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু

১৭

‘আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই’

১৮

চুইংগাম ভালো নাকি খারাপ?

১৯

২৭ নভেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X