শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয় না : সেলিম উদ্দিন

বিয়ানীবাজার জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা
বিয়ানীবাজার জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরীর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াতের লোকেরা দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না। জামায়াতের লোকেরা স্বজনপ্রীতি করে না, রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয় না। জনগণ যদি পরীক্ষামূলকভাবে জামায়াতের হাতে বাংলাদেশকে তুলে দেয়, তারা দেখবে কেমন বাংলাদেশ হয়, তা আমরাও করে দেখাব ইনশাআল্লাহ।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংলগ্ন মাঠে দীর্ঘ প্রায় ১৬ বছর পর প্রকাশ্যে আয়োজিত উপজেলা ও পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী কোরআন ও সুন্নাহভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক ব্যাপকভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মানুষের মৌলিক অধিকার পূরণের পাশাপাশি অন্যায়-অবিচার, ঘুষ-দুর্নীতি, অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক বন্ধ করবে।

তিনি বলেন, দেশের মানুষ তাদের আস্থার জায়গায় জামায়াতে ইসলামীকে ঠাঁই দিয়েছে। আমরাও সেই আস্থার প্রতিদান দিতে প্রস্তুতি নিচ্ছি। সম্মেলনে বক্তব্য প্রদানকালে উপস্থিত বিয়ানীবাজারবাসীর সামনে বেশ কয়েকটি দাবি বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন তিনি।

তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ করা হবে। এখানকার যুবসমাজকে কর্মক্ষম ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কর্জে হাসানা প্রদানের মতো প্রজেক্ট গ্রহণ করা হবে। এ অঞ্চলের রাস্তাঘাটের বেহাল চিত্র তুলে ধরে তিনি রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক গুরুত্ব প্রদানের বিষয়টিও উল্লেখ করেন।

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফেজ মাও. আনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. রুকন উদ্দিন ও পৌর শাখার সেক্রেটারি মো. সাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম।

বক্তব্য দেন বিয়ানীবাজার পৌর জামায়াতের আমির মুহাম্মদ জমির হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি ছাত্রনেতা মারুফ আহমদ রাজু, বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শাখা ছাত্রশিবির সভাপতি আহবাব হোসেন মুরাদ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল খয়ের, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ফরিদ আল মামুন, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হামিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুনিবুর রহমান পাভেল, তানভির এলাহী মজুমদার, উপজেলা কর্মপরিষদ সদস্য আশিকুর রহমান হেলাল, জাহাঙ্গীর আলম ও শফি আহমদ মুন্নাসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উইন্ডিজের প্রতিরোধ ভেঙে বাংলাদেশের স্বস্তি

টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস / ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়িক অংশীদার চাই

২০২৪ সালের হাইয়েস্ট কালেকশন দরদের : শাকিব 

নায়িকা পরীমনির প্রথম স্বামী নিহত

রাজনীতিতে আ.লীগের পুনর্বাসন ঠেকাতে হবে: নুর

নির্বাচন যত দ্রুত হবে, সমস্যা তত কমে আসবে : মির্জা ফখরুল

খাসজমির দখল নিয়ে সংঘর্ষে দুজন নিহত

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম : আমিনুল হক 

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল

আহত রানার পাশে ‘আমরা বিএনপি পরিবার’

১০

ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক

১১

একদিকে প্রশান্তি, অশান্তিও বিরাজ করছে: শামা ওবায়েদ

১২

চোর সন্দেহে খুঁটিতে বেঁধে যুবককে নির্যাতন

১৩

র‍্যানকন মটরসের সঙ্গে ক্র্যাক প্লাটুন চার্জিং সলুশনের চুক্তি

১৪

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য : নয়ন

১৫

‘এক ফ্যাসিস্টকে হটিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না’

১৬

জুলাই বিপ্লবে আহত মুক্তিযোদ্ধার ছেলে বাবুকে নেওয়া হচ্ছে থাইল্যান্ড

১৭

মাদকাসক্ত ছেলেকে কারাগারে দিলেন মা

১৮

কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : পরিবেশ উপদেষ্টা

১৯

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে যেসব দেশ

২০
X