পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ঠিকাদারকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

অভিযুক্ত সালাম মিয়া। ছবি : কালবেলা
অভিযুক্ত সালাম মিয়া। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশায় ঠিকাদারকে বিএনপির কার্যালয়ে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদল নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। পরে ঘটনাস্থলে গিয়ে ওই ঠিকাদারকে উদ্ধার করেছে পুলিশ। জিম্মি করে নয়, অন্যের পাওনা টাকা নিয়ে বিএনপির কার্যালয়ে মীমাংসায় বসেছিলেন বলে দাবি অভিযুক্ত যুবদল নেতার।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার মৌরাট ইউনিয়নের কাচারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী ঠিকাদার গোলাম মোস্তফা (লুলু) কালবেলাকে বলেন, কয়েক দিন ধরে বিএনপি নেতা কালাম মিয়া বিভিন্ন সময় আমাকে ফোন করে দেখা করতে বলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাগদুলী বাজারে একটি হোটেল থেকে নাশতা খেয়ে বের হই। এ সময় বিএনপি নেতা কালাম মিয়া ও মাসুদসহ কয়েকজন আমাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে কাচারি মোড় এলাকায় বিএনপির কার্যালয়ে নিয়ে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। সেখানে বিএনপি নেতা সালাম মিয়া উপস্থিত ছিলেন।

তিনি বলেন, একপর্যায়ে ১০ লাখ থেকে কমিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাকে বিএনপির অফিসে ৫-৬ ঘণ্টা আটকে রাখা হয়। এর আগে কালাম মিয়া আমাকে ফোন করে দেখা করতে বলে। বিষয়টি আমার ছেলে জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত মৌরাট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সালাম মিয়া কালবেলাকে বলেন, সকালে চা খাওয়ার জন্য কাচারি মোড় আসি। এখানে এসে বিএনপির অফিসের সামনে লোকজনের ভিড় দেখতে পাই। অফিসে গিয়ে দেখি ঠিকাদার লুলু ভাই বসে আছে। এ সময় মাসুদ নামের এক ব্যক্তি লুলুর কাছে পুকুর খনন করার টাকা চায়। চাঁদাবাজির অভিযোগ মিথ্যা। পুলিশ আমাদের থানায় ডেকেছিল। এ বিষয় নিয়ে আগামী বুধবার থানায় বসার কথা রয়েছে।

পুকুর খনন কাজে ভেকু প্রদানকারী মাসুদ বলেন, ৩ বছর আগে আমি লুলু ভাইয়ের একটি পুকুর খনন করার জন্য ভেকু দিই। প্রথম দিকে তার সঙ্গে ১ লাখ ২০ হাজার টাকা চুক্তিতে ৪ ফুট গভীর পুকুর খনন করার কথা হয়। কিন্তু তিনি আরও অতিরিক্ত ৪ ফুট পুকুর খনন করান। অতিরিক্ত ৪ ফুট পুকুর খননের টাকা আজ পর্যন্ত দেননি। বিভিন্ন সময়ে ফোন দিলে তিনি নানারকম তালবাহানা করেন। বৃহস্পতিবার সকালে বাগদুলী বাজারে তার সঙ্গে দেখা হলে তিনি কথা বলতে রাজি হননি। পরে কাচারি মোড়ে বিএনপির অফিসে বসে তার সঙ্গে টাকার বিষয়ে কথা বলি।

এ ঘটনার বিষয়ে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কাচারী মোড়ে একজন ঠিকাদারকে আটক করে মারধর করছে বলে আমরা সংবাদ পাই। দ্রুত ঘটনাস্থলেগিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে জানতে পারি অভিযুক্তরা তার কাছে পুকুর খননের টাকা পাবে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে যানবাহন চালু

বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করল বিএসএফ

অনলাইন ক্যাসিনো আসক্তি থেকে যুবকের আত্মহত্যা

আ.লীগের মিছিল নিয়ে রাশেদ খানের স্ট্যাটাস

কাভার্ডভ্যান চুরি করে ভাঙারি হিসেবে বিক্রি, গ্রেপ্তার ৩

নসরুল হামিদের ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট জব্দ, ৭০ অ্যাকাউন্ট অবরুদ্ধ

বাবর-রিজওয়ানদের জন্য আবারও নতুন কোচের সন্ধানে পিসিবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি ইরান!

পলিটেকনিক শিক্ষার্থীদের আলটিমেটাম

ধর্ষণের পর বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

১০

সরকারি প্রতিষ্ঠানগুলো তেলাপোকা-কৃমি-কেঁচোতে আক্রান্ত : ব্যারিস্টার ফুয়াদ 

১১

নারী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

১২

‘হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে’

১৩

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

১৪

আনন্দ-উল্লাসে আবুধাবিতে বাংলা নববর্ষ উদযাপিত

১৫

জ্বালানি খাতে ২৯ হাজার কোটি টাকা ঋণ শোধ করেছে সরকার

১৬

নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

১৭

খুলনায় আ.লী‌গের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের খুঁজছে পুলিশ

১৮

মানুষের চোখে কখনো দেখা যায়নি এই রং, দাবি বিজ্ঞানীদের

১৯

সিলেটে টেস্ট / প্রথম সেশনে বাংলাদেশের ভালো শুরু, তবে বৃষ্টির হানা

২০
X