ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাদের বিরুদ্ধে নাশকতার মামলা তুলে নিলেন ছাত্রদল নেতা

জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত
জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত

নাশকতার মামলায় জামালপুরের আদালতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর জামিন করিয়েছেন বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন (দক্ষিণ) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারভুক্ত ২৪ আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে বাদী আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিনে অনাপত্তি দাখিল করেন।

জামিনপ্রাপ্তরা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক ধর্মমন্ত্রী দুলালের ছোট ভাই ও উপজেলা আ. লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খান, সহসভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, পৌরসভার বহিষ্কৃত মেয়র আব্দুল কাদের সেখ, ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সুমন। এ ছাড়া অজ্ঞাত আরও দুই আসামিকে জামিন দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, এজাহারভুক্ত ৩১ আসামির মধ্যে ২৪ জন আদালতে হাজির হয়ে জামিন চান। মামলার বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী আসামিদের জামিনে আপত্তি নেই মর্মে আদালতকে জানান।

এ সময় আন্দোলনে হামলার শিকার ছাত্ররা আদালতকে জানান, তারা আসামিদের সঙ্গে মীমাংসা হয়েছেন। আসামিরা জামিন পেলে তাদের আপত্তি নেই। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর অডিটোরিয়ামের সামনে জড়ো হয়। এ সময় উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার খলিলের নেতৃত্বে ৮০ থেকে ৯০ জন দা, লোহার রড, হকিস্টিক, শার্ট গান নিয়ে পূর্বপরিকল্পিতভাবে আন্দোলনরত ছাত্রদের মারধর করে। এতে বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। ওই সময় উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তার হাতে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা করান।

এই ঘটনায় ৬ সেপ্টেম্বর রাতে ছাত্রদল নেতা ও আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাবেক ধর্মমন্ত্রীর ছোট ভাই উপজেলা আ. লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন কালবেলাকে বলেন, ‘আজ ২৪ জন আসামি স্বেচ্ছায় আদালতে জামিনের প্রার্থনা করেন। এ সময় মামলার বাদী আসামিদের জামিনে আপত্তি নেই মর্মে জানান। বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। অজ্ঞাত দুই আসামিকেও জামিন দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নিয়োগ নিচ্ছে নিটল মটরস, কর্মস্থল ঢাকায়

পাত্র খুঁজছেন পাকিস্তানি অভিনেত্রী মেহউইশ হায়াত (ভিডিও)

ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি

৭২ কোটিতে বিক্রি শিল্পকর্মটির কলা ছিল বাংলাদেশির, কেনা হয় ৪২ টাকায়

এবার অ্যাটর্নি জেনারেল পদে নারী বেছে নিলেন ট্রাম্প

ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় গন্তব্যে পৌঁছাতে আড়াই ঘণ্টা পার

বিচ্ছেদের পর এই প্রথম এআর রাহমানের পোস্ট

লঘুচাপের শঙ্কা, এরপরই জেঁকে বসবে শীত

রংপুর জিলা স্কুল মাঠ নয়, মাহিগঞ্জ কলেজে হচ্ছে সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ

ঢাকা লিগে নিষিদ্ধ ৮ ক্রিকেটারসহ ৯জন

১০

মালয়েশিয়ায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

১১

জীবননগরে সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

১২

অ্যান্টিগায় মাঠে নামলেই রেকর্ড করবেন মিরাজ

১৩

ক্যান্টনমেন্টের বাড়িটি খালেদা জিয়াকে ফিরিয়ে দেওয়ার দাবি আলালের

১৪

কনসার্ট শেষে মাঠ পরিষ্কার করল ঢাকা কলেজ ছাত্রদল

১৫

পটুয়াখালীতে শ্রমিকদল নেতা বহিষ্কার

১৬

ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে কলকাঠি নেড়েছে সৌদি, বুশরা বিবির দাবি

১৭

১৫ বছর পর আগুন…

১৮

সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান

১৯

ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে : বাকৃবি উপাচার্য

২০
X