ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তারকে জেল ও জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারায় বুয়া ডাক্তার আটক। ছবি : কালবেলা
কুষ্টিয়ার ভেড়ামারায় বুয়া ডাক্তার আটক। ছবি : কালবেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেহেদী হাসান রাসেল (৩০) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। এ সময় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। পরে ভেড়ামারার নিরাময় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে রাজশাহী থেকে আসা ভুয়া নিউরো মেডিসিন ডাক্তার মেহেদী হাসান রাসেলকে তদন্ত সাপেক্ষে আটক করা হয়। এ ক্লিনিকে গত ৩ সপ্তাহ ধরে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। তিনি ডা. মো. মেহেদী হাসানের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ক্লিনিকে নিয়োগ পেয়েছিলেন। ক্লিনিক কর্তৃপক্ষও এ ব্যাপারে অবগত ছিল।

নিরাময় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক সিদ্দিকুর রহমান বলেন, তারা যাচাই-বাছাই করেই তাকে নিয়োগ দিয়েছেন। কিন্তু তিনি যে অন্য ডাক্তারের রেজিস্ট্রেশন নকল করেছেন, সেটি তারা বুঝতে পারেননি।

ভেড়ামারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মেহেদী হাসান মাসুম বলেছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া জেলা সিভিল সার্জন আকুল উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ডাক্তারকে তদন্ত সাপেক্ষে ভুয়া বলে চিহ্নিত করেছি। ভ্রাম্যমাণ আদালত তাকে জেল ও জরিমানা করেছেন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম কালবেলাকে বলেছেন, আমরা জানতে পেরেছি ভুয়া ডাক্তার মেহেদী হাসান রাসেল ম্যাটস থেকে পড়েছে। সে মো. মেহেদী হাসান নামের এক ডাক্তারের নাম, পদবি ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেছে। আমরা তাকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল আইন ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছি। অনাদায়ে আরও ১৫ দিন কারাদণ্ড হবে। এ রকম অভিযান আরও চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের ছোড়া মিসাইল ঠেকাতে আর্থিক চাপে মার্কিনিরা

ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ

আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ

০৫ এপ্রিল : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

০৫ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

মাদকসেবনের সময় বন্ধুকে কুপিয়ে হত্যা

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তরুণীসহ নিহত ২

মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গ্রেপ্তার

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জনগণ জামায়াত প্রার্থীকে বিজয়ী করবে : শাহজাহান চৌধুরী

‘আমি নিজে কিছু করিনি’, পুলিশের জিজ্ঞাসাবাদে ছোট সাজ্জাদ

১০

সাভারে চলন্ত বাসে ছিনতাই

১১

হাসপাতালে সন্তান জন্ম দিলেন ‘মানসিক ভারসাম্যহীন’ নারী

১২

১৮ ভরি সোনা পেয়েও ফিরিয়ে দিলেন সিএনজিচালক খায়রুল

১৩

পরিত্যক্ত কৃষি দপ্তরের ৬ বিএস কোয়ার্টার, দখলে মাদকসেবীরা

১৪

‘সংখ্যালঘুদের ঘর-বাড়ি-সম্পদ রক্ষায় বিএনপি পাশে ছিল’

১৫

আ.লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের

১৬

ভারত সরকার বাংলাদেশের জনআকাঙ্ক্ষার পক্ষে থাকবে, আশা রাষ্ট্রদূত আনসারীর

১৭

মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই আন্দোলনে আহত হৃদয়

১৮

ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ছিটকে পড়ে নিহত ২

১৯

পরিচয় মিলল রাস্তায় পড়ে থাকা সেই কার্টনভর্তি খণ্ডিত লাশের

২০
X