বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আন্দোলন এখনো শেষ হয়নি। সামনে আরও অনেক আন্দোলন সংগ্রাম বাকি আছে। এ কারণে অসাংগঠনিক কোনো কার্যক্রমে লিপ্ত হওয়া যাবে না।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নিচ্ছে না বর্তমান অন্তর্বর্তী সরকার। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে রাজনীতি করেনি করবেও না। তারেক রহমানের নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমানছাড়াও এসময় অনেকেই বক্তব্য রাখেন।
মন্তব্য করুন