উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না : আমীর খসরু

কুড়িগ্রামের উলিপুরে জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
কুড়িগ্রামের উলিপুরে জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া যাবে না। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্যেই সব সংস্কার কর্মসূচি রয়েছে। জনগনের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট পালামেন্ট গঠন করা হবে।’

কুড়িগ্রামের উলিপুরে শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘গত ১৭ বছরে হাজার হাজার বিএনপি নেতাকর্মী গুম, খুন ও পঙ্গু হয়েছে। এত ত্যাগের পর বিএনপি একটি পরিণত রাজনৈতিক দলে রূপান্তর হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাটি সোনায় পরিণত হয়েছে।’

এ সময় তিনি বলেন, ‘আমাদের নেতারা পুলিশের হাতে ও পুলিশ হেফাজতে নিহত হয়েছেন। জেল খানায় চিকিৎসার অভাবে নিহত হয়েছেন। বিএনপির ৬০ লাখের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমাদের অধিক সময় কেটেছে কোর্টের মধ্যে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্বভাবে গত ১৭ বছর লড়াই করেছেন। শেষ পর্যন্ত গত ৫ আগস্ট আমরা সবাই মিলে আন্দোলকে সফল করেছি।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনে কার কতটুকু কৃতিত্ব এ বিষয়ে কোনো বির্তক সৃষ্টির ব্যাপারে বিএনপির কোনো ইচ্ছে নেই। আর কারও যদি কোনো ইচ্ছা থাকে তাহলে তারা এ আন্দোলনের প্রতি অসম্মান জানাবে। এটি স্বল্পমেয়াদী কোনোকিছু ছিল না। এই আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন। এই আন্দোলনের কৃতিত্ব আমরা বাংলাদেশের সবাইকে দিতে চাই। বিএনপি একা নিতে চায় না। কিন্তু কেউ যদি এর কৃতিত্ব হাইজ্যাক করে মনে করেন, তারাই সব করেছে তাহলে তারা এর প্রতি অসম্মান জানাবে।’

উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

বৈদেশিক মুদ্রা রাখার মামলায় রিমান্ডে সাবেক এমপি একরামুল করিম

আলেমরাই একদিন দেশের নেতৃত্ব দেবেন : ধর্ম উপদেষ্টা

জুনিয়র বিশ্বকাপ বাছাই / যুবাদের ইতিহাসের হাতছানি

খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি 

চবিতে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, রয়েছেন তিন সমন্বয়ক

মাঠ সংক্রান্ত জটিলতার পরেও আয়োজক বাংলাদেশ

আ.লীগ যা করেছে, বিএনপি তা করবে না : মোনায়েম মুন্না

‘বসনিয়ার কসাই’ কারাদজিচের সঙ্গে জিয়াউল আহসানের তুলনা

জোলির ‘স্টিচেস’ (ভিডিও)

১০

হারে ডেভিস কাপ শুরু বাংলাদেশের

১১

সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতার মৃত্যু

১২

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ ঘণ্টা পর আপলাইনে ট্রেন চলাচল শুরু

১৩

গাইবান্ধায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

১৪

ড্রয়ের পরও ব্রাজিল দল নিয়ে গর্বিত রাফিনিয়া

১৫

ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চান আমিনুল হক 

১৬

সামনে আরও অনেক আন্দোলন সংগ্রাম বাকি আছে : মুন্না

১৭

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১৮

ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করুন : সেলিম ভুইয়া

১৯

ট্রাইব্যুনাল চাইলে বিচারকার্য অডিও ভিজ্যুয়াল প্রচার করতে পারবে : আইন উপদেষ্টা

২০
X