পাবনার ঈশ্বরদীতে বিষাক্ত পোকার কামড়ে আয়াত (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০) নভেম্বর সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার পাকশী ইউনিয়ন যুক্তিতলা গ্রামের বাসিন্দা ও লালপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রাসেল হোসেনের মেয়ে।
নিহত আয়াতের পিতা রাসেল হোসেন কালবেলাকে জানান, তার স্ত্রী শিশু আয়াতকে নিয়ে তার উপজেলার সাহাপুর মসজিদ মোড়স্থ তার নানির বাড়িতে ছিলেন। বুধবার সকালে বাড়ির বাইরে খেলা করার সময় তাকে বিষাক্ত কিছু পোকা কামড় দেয়। এসময় শিশু আয়াত চিৎকার দিয়ে কান্না করতে থাকে। একপর্যায়ে দম আটকে যায়। তাকে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই আয়াত মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তার লাশ যুক্তিতলার বাড়িতে ফিরিয়ে আনা হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাসনিম তামান্না স্বর্ণা জানান, শিশুটিকে দেখে মনে হয়েছে কোনো বিষাক্ত পোকা কামড় দিয়েছে। পরিবারের পক্ষ থেকে কী ধরনের পোকা কামড় দিয়েছে সেটা নির্দিষ্ট করে বলতে না পারায় আমরা তা শনাক্ত করতে পারিনি এবং শিশুটিকে তারা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে মৃত শিশুটিকে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়।
শিশু আয়াতের মৃত্যুর ঘটনায় সাহাপুর ইউনিয়ন এবং পাকশী ইউনিয়ন এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য করুন