জামালপুরের আলোচিত মাদক ব্যবসায়ী দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. কাননকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে তাকে দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কানন সদ্য বিলুপ্ত পৌর পরিষদের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। দেওয়ানগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি।
জানা গেছে, কানন দুবার কাউন্সিলর নির্বাচিত হন। পেশাদার মাদক ব্যবসায়ী কানন কীভাবে বারবার কাউন্সিলর নির্বাচিত হয় তা নিয়ে জনসাধারণের ব্যাপক কৌতূহল রয়েছে। কানন সবসময় সরকারি দলের সঙ্গে সখ্যতা বজায় রেখে চলতেন বলে জানান এলাকাবাসী। তার নামে দেওয়ানগঞ্জ থানায় সোয়া ডজন অর্থাৎ ১৫টি মামলা চললেও তিনি ধরা-ছোঁয়ার বাইরে থাকতেন।
গত ১ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রজনতার ওপর হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ১৫টি মামলা চলমান থাকার পর ছাত্রজনতার ওপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক বহন ও ব্যবহারের অভিযোগ উঠেছে। পরে গত ৩১ আগস্ট ৭২ জনের নাম উল্লেখ ও ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করে দেওয়ানগঞ্জ থানায় ১ আগস্টের ঘটনায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়।
দেওয়ানগঞ্জ থানার ওসি নাজমুল হাসান কালবেলাকে জানান, একাধিক মাদক মামলার আসামি কাননকে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন