বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরে বাংলাদেশের সবার মনোজগতে, আমাদের সবার মনোজগতে একটা বড় পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন আমাদের ধারণ করতে হবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা যদি সুশৃঙ্খল জাতি হিসেবে, পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে, আমাদের সামাজিক কার্যক্রমে, ক্রীড়া কার্যক্রমে এবং রাজনৈতিক কার্যক্রমে যদি এর প্রতিফলন ঘটাতে পারি তাহলে যে স্বপ্নের বাংলাদেশের কথা আমরা ভাবছি, সেটা আমরা করতে পারব ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে, এদেশের সকল দলের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে। শেখ হাসিনা স্বৈরশাসক ছিলেন, জনগণের উন্নয়নের জন্য নয় নিজের ও নিজ দলের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তাই তাকে জনগণ বিতাড়িত করেছে।
আমীর খসরু বলেন, এখন দেশে বড় পরিবর্তন এসেছে, সেটা আমাদের ধরে রাখতে হবে। তবেই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সময় সিনিয়র যুগ্ম মহসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ রংপুর বিভাগের ৮ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন