পুলিশের মনোবল দুদিনে পরিবর্তন হয় না মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। তা ছাড়া মনোবল দুদিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব নয়। আমার কাছে জাদু নেই যে বললেই সব হয়ে যাবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার।
যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেয়নি, তারা আইনের দৃষ্টিতে অপরাধী উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা জয়েন করেনি, আমাদের চোখে তারা ক্রিমিনাল। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। আপনারা খোঁজ দিতে পারলে আমি ধরব। আপনারা খোঁজ নিয়ে জানান।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা।
ভুয়া মামলায় কেউ যেন হেনস্তার শিকার না হয়, সেদিকে সরকার সজাগ রয়েছে উল্লে করে তিনি বলেন, মামলাসংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়ের হওয়া মামলায় অনেককে আসামি করা হয়েছে। সঙ্গে সংবাদিকও আছেন। মামলা তো পুলিশ দেয়নি, মামলা দিয়েছে জনগণ। ১০টা নামে, ৫০টা বেনামে। এ ব্যাপারে আমরা টাকা খরচ করে বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়েছি। সঠিক মামলা হলে আপনাকে ধরার কথা। এ রকম যাদের আছে, কাউকে কি ধরা হয়েছে?
আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় স্বীকার করে তিনি বলেন, আজও বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায়, এ ব্যাপারে আলাপ করা হয়েছে। এক্ষেত্রে সাংবাদিকদের সাহায্য-সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।
সারা দেশে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে অংশ নেওয়া অস্ত্রধারীদের গ্রেপ্তার চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত চট্টগ্রামে অন্তত ৫০ জন অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সিএমপি একজন এবং র্যাব চারজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তার করতে পারেনি। এমনকি অস্ত্রও উদ্ধার করা যায়নি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি উপস্থিত পুলিশ কমিশনারকে অস্ত্রধারীদের তালিকা করে তাদের গ্রেপ্তারে ব্যবস্থা গ্রহণের তাৎক্ষণিক নির্দেশ দেন।
সম্প্রতি চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের নতুন ঐক্য জোট দাবি করেছে সরকার ও প্রশাসনের একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ধন দিচ্ছে, এমন প্রশ্নরে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার উত্তর আপনারা সবচেয়ে ভালো দিতে পারেন। আপনি এটা লেখেন, আমরা কারও ক্ষতি করছি না। আপনারা অনুসন্ধান করে বলেন। আর উসকানির বিষয় তো আগেই বললাম। পাশের দেশ উসকানি দিচ্ছে।
সম্প্রতি দেশে পাকিস্তান থেকে জাহাজ আসার বিষয়টা কীভাবে দেখছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই জাহাজ মধ্যপ্রাচ্য থেকে আসছে। সেখান থেকে এসে একটা দেশে গেছে, তারপর আমাদের দেশে এসেছে। আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে? আমরা কি কারও কাছে বন্দি যে শুধু তাকেই সেবা করব? আমার দেশ সবার ওপরে। খেজুর, পেঁয়াজ, আলু, এগুলো আগামী রমজান মাসে দরকার। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে, তারা আমাদের শত্রু।
ভারতের মিডিয়া মিথ্যা প্রচার করে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের কাছে অনুরোধ রেখে বলেন, আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ দেবেন না। এতে পাশের দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে সুনাম আছে, পাশের দেশের মিডিয়ার তত সুনাম নেই। তারা মিথ্যাটাই প্রচার করে বেশি। আর এটা কাউন্টার করতে পারেন আপনারা।
মন্তব্য করুন