নাটোরের সিংড়ায় শ্বশুরের জানাজা করে ঢাকায় ফেরার পথে সিংড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বকুলকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তাড়াশ বারুহাস সাতপুকুরিয়া এলাকা থেকে কয়েকজন তাকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে তাজপুর হয়ে চৌগ্রামের দিকে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাবেক একান্ত সহকারী সচিব (এপিএস)। গতকাল তিনি তার শ্বশুর গোলাম মোস্তফার মৃত্যুর খবর পেয়ে জানাজায় আসেন। আজ দুপুরে সিংড়া বারুহাস সড়ক দিয়ে মাইক্রোবাসযোগে ঢাকা যাচ্ছিলেন। পথে তার গাড়ি থামিয়ে সাত-আটজন তাকে মোটরসাইকেল তুলে নিয়ে যায় ও মুক্তিপণ দাবি করেন।
স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নাজমুল হক বকুলকে কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে। ঘটনার কিছুক্ষণ পরে বকুলের ফোন থেকে তার পরিবারের কাছ মোটা অঙ্কের মুক্তিপণ চাওয়া হয়েছে। ইতোমধ্যে বকুলকে উদ্ধারে কাজ করছে প্রশাসন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ইতোমধ্যে তাকে উদ্ধার করতে কাজ শুরু করেছে পুলিশ।
মন্তব্য করুন