কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে কিন্তু তাদের দোসরদের রেখে গেছে। তারা আলফাডাঙ্গায় সশস্ত্র মিছিল করে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালিয়েছিল। দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সদরের লোকাল বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা কৃষক দলের আয়োজনে শেখ হাসিনার ফাঁসির দাবিতে জনসভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার নাসির বলেন, বহু বছর ধরে আলফাডাঙ্গাবাসীকে জিম্মি করে জুলুম-নির্যাতন করা হয়েছে। আর কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করা হবে না। অচিরেই আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের শায়েস্তা করা শুরু হবে এই আলফাডাঙ্গা থেকেই।
বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগকে প্রতিহত করতে আওয়ামী লীগের ঘাঁটি আলফাডাঙ্গা থেকেই বিএনপির বিজয় ছিনিয়ে নিব ইনশাআল্লাহ।
নাসির বলেন, গত সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে আলফাডাঙ্গায় আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে ২০ হাজার ভোটে হেরেছিল। আলফাডাঙ্গার মানুষ আওয়ামী লীগের বাইরে ভোট দিতে শিখে গেছে। আগামী নির্বাচনেও এই উপজেলার মানুষ এ ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশা করি।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাদী জিয়ার সভাপতিত্বে ও বিএনপির সদস্য সচিব নূর জামাল খসরুর সঞ্চালনায় বক্তব্য দেন মধুখালি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রাকিব হোসের চৌধুরি ইরান।
মন্তব্য করুন