নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

কালবেলার সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

সাংবাদিককে মারধরের ঘটনায় দল থেকে বহিষ্কার ইয়াসিন মিয়া। ছবি : কালবেলা
সাংবাদিককে মারধরের ঘটনায় দল থেকে বহিষ্কার ইয়াসিন মিয়া। ছবি : কালবেলা

দৈনিক কালবেলা পত্রিকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও মারধরের ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন দেন। সেই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

জানা গেছে, গত রোববার সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের মাথা ও শরীরের বিভিন্ন অংশ ইট দিয়ে থেঁতলে দেয় বলে অভিযোগ উঠে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে ইয়াছিন মিয়া ওরফে ফেন্সি ইয়াছিন, কাজল, রাব্বিল, ইমন, রকিসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।

সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ বলেন, ইয়াসিন মিয়া ও তার বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধ নিয়ে ভুক্তভোগীদের বক্তব্যসহ এবং প্রশাসনের বরাতে কালবেলা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে তার ক্ষতি হয়েছে দাবি করে আমার ওপর ক্ষিপ্ত হয় ইয়াসিন। গত ১৫ দিন ধরে ইয়াসিন সেই ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তাকে সংবাদের বিষয়ে কোনো প্রতিবাদ থাকলে যুক্তিসহ জানাতে বলি এবং সঠিক সাংবাদিকতার ক্ষেত্রে কোনো চাঁদা দেওয়ার সুযোগ নেই বললে ইয়াসিন বিভিন্ন সময় আমাকে হত্যাসহ মামলা-হামলার হুমকি দিয়ে আসছিলেন।

তিনি আরও বলেন, এর জেরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইয়াসিন মিয়ার নেতৃত্বে রাব্বি, ইমনসহ ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাকে অবরুদ্ধ করে চাঁদা দাবি করে। একপর্যায়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ইট দিয়ে আমার শরীরের বিভিন্ন অংশ ও মাথা থেঁতলে দেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ইয়াসিন বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করেন। পরে স্বজনরা আমাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, জাহাঙ্গীর মাহামুদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন প্রশ্নে ট্রাম্পকে পাত্তা দিতে চাইছে না ইরান

আদানির চুক্তি পুনর্মূল্যায়নে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ

প্রধান উপদেষ্টার কাছে সাদপন্থিদের স্মারকলিপি

সারদায় প্রশিক্ষণরত আরও ৩ এসআই বরখাস্ত

মুরাদের হ্যাটট্রিকে অ্যান্টিগায় বাংলাদেশের দাপট

এজলাসে উত্তেজিত কামরুল ও তার ছেলে 

চেকপোস্টে অস্ত্রধারীদের হামলা, ৭ পুলিশ সদস্যকে অপহরণ

এ শীতে ত্বকের যত্ন নিবেন কীভাবে?

কোনো ব্যাংক বন্ধ করা হবে না : অর্থ উপদেষ্টা

অফিস শেষে বাড়ি ফেরা হলো না মান্নানের

১০

নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ৩

১১

ইরানের বিরুদ্ধে ভয়ংকর সাফল্যের দাবি নেতানিয়াহুর

১২

এই দিন দিন নয়, দিন আরও আসবে : আদালতে কামরুল

১৩

গাজীপুরে আজও সড়কে নেমেছেন শ্রমিকরা

১৪

নিরাপদ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে সরকার : হাসান আরিফ

১৫

তিতুমীর কলেজের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

১৬

বাকৃবিতে শিক্ষক এবং কর্মকর্তাদের বিরুদ্ধে শতাধিক অভিযোগ

১৭

এবার ১৯ কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার

১৮

ফেসবুক লাইভে বাঁচার আকুতি, এক ঘণ্টা পর গাছে মিলল লাশ

১৯

যে ভিটামিনের অভাবে হতে পারে ক্যানসার 

২০
X