মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

সেই ছাত্রলীগ নেতা হত্যা মামলায় জিসান গ্রেপ্তার

গ্রেপ্তার জাহিদুল ইসলাম জিসান। ছবি : কালবেলা
গ্রেপ্তার জাহিদুল ইসলাম জিসান। ছবি : কালবেলা

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা তানভীর শেখ হত্যা মামলায় জাহিদুল ইসলাম জিসান নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম জিসান (২১) সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের নুরুর ছেলে। দিনি রাজবাড়ী পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তানভীর হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি।

নিহত তানভীর শেখ (১৯) রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌরসভার বিনোদপুর এলাকার বাবু শেখের ছেল ও ডা. আবুল হোসেন কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্বজনরা জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিনোদপুর এলাকার নিজ বাড়ি থেকে বাড়ির পাশে মুন্নুর দোকানে ডিম আনতে যান তানভীর। সেখানে কিছুক্ষণ দেরি করে পৌনে ৯টার দিকে বাড়ি ফেরার পথে বিনোদপুর সার্বজনীন দুর্গা মন্দির সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় সবুজ ও জিসানসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর নেওয়ার পথে মারা যান তানভীর।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, বুধবার (১৩ নভেম্বর) সকালে তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে সবুজকে ১ নম্বর আসামি ও জিসানকে ২ নম্বর আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেন। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে জিসানকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিসান পুলিশকে জানায়, সে তানভীর শেখের হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিল। পরে তার দেখানো অনুযায়ী সোমবার দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর মৌলভীঘাট সংলগ্ন কবরস্থানের ভেতর থেকে হত্যায় ব্যবহৃত একটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি লোহার চাপাতি উদ্ধার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তানভীর হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

শরীফ আল রাজীব আরও বলেন, এর আগে বুধবার (১৩ নভেম্বর) তানভীর হত্যা মামলার ৪ নম্বর আসামি কাজলকে ও ৮ নম্বর আসামি রহিমকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি সবুজসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার

নিখোঁজের ১৫ দিন পর ডোবায় মিলল মুদি দোকানীর মরদেহ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

এস আলম ঘনিষ্ঠ ২১৪ কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

সুরক্ষিত ১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট / চট্টগ্রাম টাইগার্সের দুর্দান্ত জয়

কম দামে বিমানের টিকিট কেনার টিপস

পড়ালেখার পাশাপাশি বিনোদন করতে হবে : বুটেক্স উপাচার্য

কবে শীত জেঁকে বসতে পারে, জানাল আবহাওয়া দপ্তর

সেই ছাত্রলীগ নেতা হত্যা মামলায় জিসান গ্রেপ্তার

১০

রাবির পোষ্য কোটা বাতিলে লিগ্যাল নোটিশ

১১

‘আসিফ নজরুলকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

১২

ফুটবল খেলাকে কেন্দ্র করে রাবিতে সংঘর্ষ, আহত বেড়ে ৩৩

১৩

সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার বিষয়ে সংখ্যালঘু ঐক্যমোর্চার প্রতিবাদ

১৪

পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রসহ গুলি জব্দ

১৫

মওলানা ভাসানী ছিলেন আন্দোলনের কিংবদন্তি : লায়ন ফারুক

১৬

শিশু ধর্ষণের দায়ে প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন

১৭

জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত হলো যাদের

১৮

দেশ সংস্কার করতে এত সময় লাগার কথা নয় : এ্যানি

১৯

বুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
X