ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার, গ্রেপ্তার ১

ময়মনসিংহে শিবমন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধারের ঘটনায় একজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
ময়মনসিংহে শিবমন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধারের ঘটনায় একজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

ময়মনসিংহে শিবমন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) মধ্যরাতে টাঙ্গাইল সদরের দাইন্যা এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের শিবলিঙ্গটি উদ্ধার করে কোতোয়ালি মডেল পুলিশ। এ সময় চুরির সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম প্রশান্ত কর্মকার (৩৩)। তার বাড়ি টাঙ্গাইল সদরের থানাধীন বাগিল গল্পের বাজার (দাইন্না চৌধুরী) এলাকার মনোরঞ্জন কর্মকারের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সাড়ে ৩টার দিকে নগরের কোতোয়ালি থানাসংলগ্ন ভাঙামঠ শিবমন্দির থেকে শিবলিঙ্গটি চুরি হয়। ওই সময় মন্দিরে কেউ ছিলেন না। মন্দিরটিতে শতবর্ষ পুরোনো দুটি শিবলিঙ্গ ছিল। এর মধ্যে একটি বড় ও একটি ছোট। এরমধ্যে ছোট শিবলিঙ্গটি চুরি হয়ে যায়। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে শিবলিঙ্গটি মন্দির থেকে কাঁধে করে নিয়ে রিকশায় চড়ে এক যুবককে পালিয়ে যেতে দেখা গেছে।

মন্দিরটির পুরোহিত দুলাল ভট্টাচার্য কালবেলাকে বলেন, দিনের পূজা শেষে রোববার দুপুর ১২টার দিকে আমি বাসায় চলে যাই। বেলা ২টার দিকে এসে দেখি মন্দিরের সব ঠিকঠাক আছে। কিন্তু বিকেল ৪টার পর মন্দিরে এসে দেখি ছোট শিবলিঙ্গটি নেই। পরে আশপাশের দোকানের সিসিটিভির ফুটেজ দেখা যায়, লাল গেঞ্জি ও জিনস প্যান্ট পরা এক যুবক কাঁধে শিবলিঙ্গ নিয়ে মন্দির থেকে বের হয়ে রিকশায় চড়ে চলে যান। তার এক হাতে লাল রঙের শপিং ব্যাগ ছিল।

এ ঘটনায় রোববার সন্ধ্যার পর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে উদ্ধারে অভিযান শুরু হয় এবং রাত সাড়ে ৮টায় মামলা দায়ের করা হয়। এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে একটি রিকশা ও রিকশার চালককে শনাক্ত করে।

কোতোয়ালি মডেল থানার সফিকুল ইসলাম খান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলা দায়ের করার চার ঘণ্টা পর শিবলিঙ্গটি টাঙ্গাইল জেলার সদর থানার দাইন্না চৌধুরী বাগিল থেকে ঘটনায় জড়িত প্রশান্ত কর্মকারকে গ্রেপ্তার এবং তার হেফাজত থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, উদ্ধার হওয়া কষ্টিপাথরের শিবলিঙ্গটি প্রায় কোটি টাকা মূল্যের বলে ধারণা করা হচ্ছে। আটক একজনকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই আনোয়ার ও অসিম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে যুবলীগ নেতা মন্টু গ্রেপ্তার

নরসিংদীতে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বিএনপি নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

ডিটেনশন আইনে কারাগারে মডেল মেঘনা আলম

মানিকগঞ্জে ‘সিঙ্গেল ইউজড প্লাস্টিক ও শব্দদূষণ’ বিষয়ক কর্মশালা

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ দেশের অর্থনীতিতে মাইলফলক : জামায়াত

কিডনির পাথর অপসারণ বিষয়ে ডা. রফিকের আধুনিক চিকিৎসার প্রেজেন্টেশন উপস্থাপন

মডেল মেঘনা আলমকে ‘দরজা ভেঙে’ কারা নিয়ে গেল

বিনিয়োগ সম্মেলনে স্বাস্থ্য, প্রযুক্তি ও পানিসম্পদ খাতে ৫ সমঝোতা স্মারক সই

১০

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা, ১১ আসামির জামিন খারিজ

১১

ফেনীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১২

চুরির পর ইমামের মোবাইল ফিরিয়ে দিল চোর

১৩

ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে খুলনায় বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

১৪

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাচ্ছে

১৫

সাঁতার-অ্যাথলেটিকসে বিদেশি কোচের প্রত্যাশা

১৬

সিলেটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন মামলায় আসামি ১৮০০

১৭

‘উন্নয়ন কাজে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না’

১৮

কৃষক দল মাগুরা জেলা শাখার সভাপতি হলেন রুবাইয়াত

১৯

সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে আত্মসমর্পণের নির্দেশ

২০
X