কেরানীগঞ্জ প্রেস ক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘন ও অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক সভাপতি রায়হান খান ও সদস্য ইউসুফ আলীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ প্রেস ক্লাব অডিটোরিয়ামে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবের সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামালের সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা যায়, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক কেরানীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, অর্থ, অবৈধ সম্পদ অর্জনসহ পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগে ক্লাবের সাবেক সভাপতি রায়হান খান ও সদস্য ইউসুফ আলীকে ক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি মিয়া আব্দুল হান্নান (এশিয়াবানী), যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ (দৈনিক দিনকাল), কোষাধ্যক্ষ শামসুল ইসলাম সনেট (দৈনিক বাংলা), দপ্তর সম্পাদক ইমরুল কায়েস (দৈনিক কালবেলা), ক্রীড়া সম্পাদক শিপন উদ্দীন (দৈনিক জনকণ্ঠ) কার্যনির্বাহী সদস্য মজিবুর রহমান (আনন্দ টিভি), আরিফ সম্রাট (গ্লোবাল টিভি) মোহাম্মদ সাঈদ প্রমুখ।
মন্তব্য করুন