ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল-ধনতলা ইউনিয়ন ভূমি অফিসের সরকারি জায়গা দখল করে চা দোকান করার অভিযোগ উঠেছে। ফলে একমাস ধরে থমকে গেছে ভূমি অফিসের সীমানা প্রাচীর নির্মাণ কাজ।
চাড়োল-ধনতলা ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ১ লাখ টাকা ব্যয়ে চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ ও বেশ কিছু সংস্কার কাজ শুরু হয়। মাস পেরিয়ে প্রায় সব কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে শুধু চা দোকানের অংশটুকু। দোকানটি সরিয়ে না নেওয়ার কারণে পুরো কাজ শেষ করতে পারছে না কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসন বলছে, বার বার বলারও পরেও দোকানটি সরাচ্ছেন না চা দোকান মালিক।
আর স্থানীয়রা বলছেন, চা দোকানির ক্ষমতার কাছে অসহায় প্রশাসন।
চা দোকানি অনন্ত রায় জানান, এক যুগের বেশি সময় ধরে দোকানটি করে জীবিকা নির্বাহ করছেন তিনি ও তার বাবা ভোলা রায়। জমির মালিকানা সম্পর্কে জানতে চাইলে কোনো উত্তর দিতে রাজি হননি তিনি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান মুঠোফোনে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা এসিল্যান্ডের সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধান করা হবে।
মন্তব্য করুন