ঢাকার ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) রাত ১টার দিকে ঢাকার ধামরাই থানাধীন ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগী নিহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন জামালপুর শিলিকুরিয়া গ্রামের আনিসের ছেলে পিকআপচালক কাঞ্চন এবং একই গাড়ির সহকারী নেত্রকোনা বারহাট্টা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আশরাফুল।
সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, রাতে ইটবোঝাই পিকআপটি ঢুলিভিটা এলাকায় নষ্ট হয়ে গেলে চালক ও তার সহযোগী তা মেরামত করছিলেন। এ সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তারা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে এবং রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও তার চালক পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।
সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, শনিবার ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ইটভর্তি পিকআপকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে থানায় এনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন