জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি!

জামালপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ছবি : কালবেলা
জামালপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ছবি : কালবেলা

জামালপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলির (গভর্নমেন্ট প্রসিকিউটর-জিপি) তালিকায় এক মৃত আইনজীবীর নাম এসেছে। একইসঙ্গে দুই আইনজীবীর নাম এসেছে ভিন্ন দুই পদে ও সহকারী পাবলিক প্রসিকিউটর-এপিপি হিসেবে নাম এসেছে ছয় আওয়ামীপন্থি আইনজীবীর।

ত্রুটিপূর্ণ এ তালিকা বাতিল চেয়ে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, জিপি, অতিরিক্ত জিপি, সহকারী জিপি হিসেবে ২৮ জন এবং পিপি, অতিরিক্ত পিপি, এপিপি হিসেবে ৩৬ জন, সব মিলিয়ে ৫৪ আইনজীবীর মধ্যে অতিরিক্ত জিপি আনোয়ার হোসেন মৃত এবং অতিরিক্ত পিপি দিদারুল ইসলামের নাম একই তালিকায় দুবার লেখা হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে জামালপুর জেলা বিএনপির সহসভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের-১ এর নবনির্বাচিত পাবলিক প্রসিকিউটর সিনিয়র অ্যাডভোকেট ফজলুল হক বলেন, দীর্ঘ সতের বছর যারা নিগৃহীত হয়েছে, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের বঞ্চিত করে মৃত আইনজীবী, বারের সদস্য নয় এমন এক আইনজীবী এবং আওয়ামীপন্থি আইনজীবীদের সরকারি আইন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আইনজীবী সমিতির সদস্য আনোয়ার হোসেন দুই তিন বছর আগে মারা গেছেন বলে জানিয়ে তিনি বলেন, আমরা কেউ চিনি না এমন আইনজীবী কীভাবে নিয়োগ পায়? আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে ব্যানার ধরে থাকা আইনজীবীরা কীভাবে এ সময় আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পায়?

তিনি বলেন, আমরা জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করব এ তালিকা যাতে গ্রহণ করা না হয়। আমরা দ্রুত এ ত্রুটিপূর্ণ তালিকা বাতিলের দাবি জানাচ্ছি।

এপিপি হিসেবে নিয়োগ পাওয়া আব্দুল্লাহ আল আমিন, মো. রাসেল রানা, আঁখি আক্তার, তামিমা বিলকিস, হাবিবা সুলতানা, সাবিনা ইয়াসমিনকে আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে দাবি করে তাদের নিয়োগ বাতিল চেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

জামালপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহআইন সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মোহন ও মোবারক হোসেন। শতাধিক আইনজীবী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

গত ১৩ নভেম্বর উপসলিসিটর মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত ৫৪ আইনজীবীকে জামালপুর আদালতে বিভিন্ন পদে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত

বগুড়ায় নবান্নে শত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা

ঢাকা উত্তর বিএনপির আরেক নেতা বহিষ্কার

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

১৬ দিনে রেমিট্যান্স এলো ১২৫ কোটি ডলার

সেন্টমার্টিন নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাজ্যের

‘ভাসানীর জন্ম না হলে আমরা বাংলাদেশের নাগরিক হতাম না’

‘আমরা অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সীমা বেঁধে দিচ্ছি না’

ইসলামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

১০

ইচ্ছে আছে কিন্তু বেশি আশা নেই, আইপিএল প্রসঙ্গে রিশাদ

১১

জান্নাতের ৪টি নদী যেগুলো পৃথিবীতে বহমান

১২

শামীম মাহবুব ভূঁইয়ার মৃত্যুতে সোনারগাঁও ইউনিভার্সিটির শোক

১৩

ফুরিয়ে আসছে স্মার্টফোনের দিন, কবে আর কেন জানালেন জাকারবার্গ

১৪

অক্টোবরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা জানাল বিআরটিএ

১৫

‘পারফরম্যান্স করতে না পারলে দাবি তুলব, নির্বাচন দিয়ে সরে যান’

১৬

চাপে ফেলতে চাইছেন ট্রাম্প, মাথা নোয়াবে না ইরান

১৭

কম্বল পাচারের সময় ধরা খেলেন পুলিশ সদস্য

১৮

ফের ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক

১৯

মেট্রোরেলের এমআরটি-৫ প্রকল্পে ব্যয় কমলো ৭ হাজার কোটি টাকা

২০
X