গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৬ নভেম্বর) সাতাইশ শরিফ মার্কেট এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় হামলাকারীরা ওই এলাকায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে।
সকাল থেকেই মাসকো টেক্স লিমিটেডের ঝুট নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ সময় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহড়া দিতে থাকে। এক পক্ষের লোকজন ঘটনাস্থল ত্যাগ করলে অপর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এসে দোকানপাট বন্ধ করে দেয় এবং সড়কে চলমান অটোরিকশা ভাঙচুর করে।
গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি ছিলাম না এবং এই বিষয়ে আমি কিছু জানি না, পরে শুনেছি। আমি মহানগরের রাজনীতি করি, সবাই আমাদের লোক। নেতাদের সঙ্গে বসে মীমাংসা করা হবে।
টঙ্গীর ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, তেমন কিছুই হয়নি। বিষয়টি নিয়ে হাসান সরকার সাহেব বসেছেন। ঠিক হয়ে যাবে।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির আহম্মেদ বলেন, ৫০ নম্বর ওয়ার্ড থেকে সাজেদুল ঝুট নিতে আসলে স্থানীয়রা বাধা দেয়। সব পক্ষই আমাদের। বিষয়টি আমাদের মুরুব্বি হাসান উদ্দিন সরকার মীমাংসা করছেন।
এ বিষয়ে সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেন, আমি কিছু জানি না। জনির সঙ্গে কথা বলেন বলে তিনি জনির হাতে ফোন দেন।
হাসান সরকারের পিএস গোলাম কিবরিয়া জনি বলেন, দুই পক্ষকে বসিয়ে আপস করে দিয়েছি। কোনো সমস্যা নেই।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, গার্মেন্টসের সামনে উত্তেজনা হয়েছিল। এখন কোনো সমস্যা নেই।
মন্তব্য করুন