অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গুম হয়ে যাওয়া পরিবার এবং নির্যাতিত পরিবারের রক্তের ওপর দাঁড়িয়ে আছে বর্তমান সরকার। এই রক্তের ঋণ শোধ করতে হবে। কৃষক, শ্রমজীবী মানুষ, ছাত্ররা যে জীবন দিল, তারা যে অত্যাচারিত হল, তাদের কাজের ব্যবস্থা করতে হবে। এই লক্ষ্য নিয়েই অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে। সেই চেষ্টার অংশ হিসেবে নাটোর, দিনাজপুরসহ পঞ্চগড় চিনিকল পরিদর্শনে আসা।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড় চিনিকল পরিদর্শন শেষে চিনিকলের শ্রমিক, কর্মচারী ও আখ চাষিদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
আদিলুর রহমান খান বলেন, আমরা বন্ধ কল কারখানা চালু করতে চাই। আমরা ক্রমান্বয়ে সমস্ত বন্ধ কল কারখানা চালু এবং নতুন নতুন উদ্যোগ যাতে শুরু হয়, সেটার চেষ্টা করতে চাই। কাল পরশু চালু হবে এমন বক্তব্য আমরা দিতে পারি না। আমরা উদ্যোগগুলোকে এগিয়ে নিতে চাই।
তিনি বলেন, কারখানা বন্ধের কারণে অসংখ্য মানুষ তাদের পেশা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। তাদের আবার পেশায় ফিরে আনা, আখের জন্য উন্নতমানের বীজ দেওয়া, যারা দীর্ঘদিন চাকরি করেও পেনশন পাচ্ছেন না, তাদের কাছে সেটা পৌঁছায় দেওয়ার কাজগুলো করার চেষ্টা করছি।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম বলেন, পঞ্চগড়বাসীর পক্ষ থেকে শিল্প উপদেষ্টার কাছে পুরো পঞ্চগড়ের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক এই বন্ধ থাকা পঞ্চগড় চিনিকল চালু করা। আমরা মন খুলে এই আবদার তার কাছে করতে চাই, বন্ধ থাকা চিনিকলগুলোর মধ্যে উত্তরবঙ্গে যদি একটি চিনিকল চালু হয়, সেটি যেন আমাদের পঞ্চগড় চিনিকল হয়।
এর আগে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পঞ্চগড় চিনিকল এলাকা এবং এর অবকাঠামো, কারখানার যন্ত্রাংশ ঘুরে দেখেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা প্রশাসক আবেদ আলী, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, দুজন আখ চাষি।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবির, পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট আদম সুফী, ইউনূস শেখ, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, ছাত্রদল সাধারণ সম্পাদক রকনুজ্জামান জাপানসহ আখচাষি ও পঞ্চগড় চিনিকলের কর্মচারীরা।
পরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পঞ্চগড় সার্কিট হাউস হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলার পাঁচ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
মন্তব্য করুন