চট্টগ্রামের সীতাকুণ্ডে জায়গা পরিমাপের সময় প্রতিপক্ষের হামলার আঘাতে মীর ইউসুফ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে সীতাকুণ্ড উপজেলার জোড়ামতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মীর ইউসুফ ওই এলাকার বাসিন্দা। তিনি সোনাইছড়ি ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।
নিহত মীর ইউসুফের মেয়ের জামাই জসিম উদ্দিন বলেন, নিজস্ব জায়গা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। শনিবার স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিরা জায়গা পরিমাপের জন্য আসেন। এ সময় হেলাল, আলাউদ্দিন, মামুনসহ ৪০ থেকে ৫০ জনের একটি গ্রুপ আমার শ্বশুরের ওপর হামলা চালায়। এ সময় আমার শ্বশুরকে তারা তিনবার মারধর করে। এ কারণে তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মুজিবর রহমান কালবেলাকে বলেন, জায়গা নিয়ে বিরোধ ছিল। শনিবার বিকেলে জায়গা পরিমাপের সময় হাতাহাতির ঘটনা ঘটে। এতে পাশের জমিতে পড়ে যায় ইউসুফ। পরে তার মৃত্যু হয়। পরিবারের দাবি আঘাতে মৃত্যু হয়েছে। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।
মন্তব্য করুন