নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৬ নভেম্বর) সকালে ময়মনসিংহ র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামরুল হাসান ভূইয়া (৫০) কেন্দুয়া উপজেলার দিগদাইর গ্রামের মৃত হাবিবুর রহমান ভূইয়ার ছেলে। তিনি কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২৮ জুলাই কেন্দুয়া থানা গেট সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। ছাত্রদল নেতার মালিকানাধীন ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে ৩৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে তারা। এ ঘটনায় ২১ আগস্ট ছাত্রদল নেতা মো. মোবারক হোসেন বাদী হয়ে কেন্দুয়া থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। ওই মামলায় স্থানীয় সাবেক এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী সাবেক এমপি অপু উকিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়াসহ আওয়ামী লীগের ১৪৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, র্যাব আসামি কামরুল হাসান ভূঁইয়াকে থানায় হস্তান্তর করলে আইনিপ্রক্রিয়া শেষে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
র্যাব কর্মকর্তা মো. আব্দুল হাই চৌধুরী বলেন, সরকার পতনের পর আসামিরা গা ঢাকা দেয়। তবে র্যাব পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ময়মনসিংহে অভিযান চালিয়ে কামরুল হাসান ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য পলাতক আমিদের ধরতে অভিযান চলামান রয়েছে
মন্তব্য করুন