জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের হামলায় ছাত্র ইউনিয়নের সম্মেলন পণ্ড

জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের সম্মেলনস্থল। ছবি : কালবেলা
জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের সম্মেলনস্থল। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্রদলের হামলায় ছাত্র ইউনিয়নের সম্মেলন পণ্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীসহ শহিদুল ইসলাম নিরব নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পোগলদিঘা ডিগ্রি কলেজের অডিটরিয়ামে শুক্রবার বিকেলে ছাত্র ইউনিয়নের সম্মেলন আহ্বান করে পোগলদিগা ইউনিয়ন কমিউনিস্ট পার্টি। পরে সম্মেলনের একপর্যায় ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে অতর্কিত হামলা চালায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাসুম নামে এক ব্যক্তি জানান, সম্মেলন চলাকালে পোগলদিগা এবং আশেপাশের ছাত্রদলের বিশজন নেতাকর্মীরা দশটি মোটরসাইকেল নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছে।

এসময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরব নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিলেও তাকে মারধর করে হামলাকারীরা। তাদের এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হলে আহত সাংবাদিক শহিদুল ইসলাম নিরবকে স্থানীয়দের সহযোগিতায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সাংবাদিক শহিদুল ইসলাম নিরব কালবেলাকে জানান, পোগলদিগা ডিগ্রি কলেজে কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে গেলে একদল লোক লাঠিসোঁটা নিয়ে সম্মেলনে হামলা চালায়। এসময় তাকেও এলোপাতাড়ি মারধর করে হামলাকারীরা জানিয়ে নিরব বলেন, তাদের সবাই আমার অপরিচিত মুখ।

ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মাহিন কালবেলাকে জানান, আমাদের সম্মেলন চলাকালে ছাত্রদলসহ বিএনপির লোকজন অতর্কিত হামলা চালায়। এতে ছাত্র ইউনিয়নের ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাহিন বলেন, ছাত্রদলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ছাত্র ইউনিয়নের সম্মেলনে ছাত্রদলের হামলার বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম বিদ্যুৎ কালবেলাকে জানান, এ বিষয়ে তার জানা নেই। জেনে তারপর সাংবাদিকদের জানাতে পারবো।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া জানান, মারধরের ঘটনা শুনেছি। পুলিশ হাসপাতালে সাংবাদিকের খোঁজখবর নিয়েছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বঙ্গবন্ধু টানেলে যেসব সুফল ভোগ করার কথা, তার কিছুই হয়নি’

ইংল্যান্ডের জয়, ইসরায়েলে থমকাল ফ্রান্স

প্রত্যাশার পারদ উঁচুতে রাখছেন কাবরেরা

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই গ্রেপ্তার

ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে প্রফেশনাল মাস্টার্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

‘দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐকমত্যের বিকল্প নেই’

বিএনপির সভায় যাওয়ার পথে বোমা হামলায় আহত প্রবাসীর মৃত্যু

ইঞ্জিনিয়ার মানস মিত্রের মৃত্যুতে ঐক্য পরিষদের শোক

আখাউড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

ঐক্যবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবে না : লায়ন ফারুক 

১০

ছাত্র-জনতার আন্দোলনের পটভূমিতে ‘শরীর ও মানচিত্র’ প্রদর্শনী  

১১

তওবা করে মাদক ছাড়ার শপথ নিলেন তারা

১২

বাকৃবিতে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

১৩

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে : সাকি

১৪

ছায়ানটের শ্রোতার আসরে রাগসঙ্গীত

১৫

ভেঙে যাচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপির সব কমিটি

১৬

বিপ্লবকে নস্যাৎ করতে এখনো তৎপর আ.লীগ : অ্যাডভোকেট সালাম

১৭

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

১৮

জানা গেল বিএসসির দুই জাহাজে অগ্নিকাণ্ডের কারণ

১৯

‘শহীদ’ শরিফ উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান

২০
X