বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, খালেদা জিয়ার আমলে দেশে কোনো লুটপাট হয়নি।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় দেবীগঞ্জ পৌর সদরের দেবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা মহিলা দলের আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, খালেদা জিয়া যখন সরকারে ছিল ইন্টারমেডিয়েট পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থা করেছিল। ছয় ধারিয়া চাল, টিসিবি, মহিলা ভাতা, বয়স্ক ভাতা এই সমস্ত কিছু খালেদা জিয়ার আমলে হয়েছে।
তিনি বলেন, এখন আমি দেখছি বিগত সরকারের আমলে এক বাড়ি থেকে শার্ট প্যান্ট পরা ছয়জন টিসিবির কার্ড নিয়েছেন। আমরা এটার প্রতিবাদ করছি এবং আমরা বলেছি নতুন ডিলার নিয়োগ করে যারা পাওয়ার যোগ্য তাদের টিসিবির কার্ড দেওয়া হোক। যাতে তারা অল্প পয়সায় চাল ডাল নিত্যপণ্য কিনে খেতে পারে এই দাবি করেছি। আমার বিশ্বাস অল্প দিনের মধ্যে এসব বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এটাও ইনশাআল্লাহ নিশ্চিত। কাজেই আপনাদের অনেকেই অনেকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে। অনেকেই মিথ্যা তথ্য দিয়ে আপনাদের বিচলিত চেষ্টা করবে। আপনারা সেই ফাঁদে পা দেবেন না।
এ সময় উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফরিদা আক্তার লিপির সভাপতিত্বে কর্মিসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম সরকার ও সদস্য সচিব আশরাফুল আলম সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন