নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে দুটি বাসসহ ৬টি যানবাহন ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া বন্ধন পরিবহনের একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ৫টি সংস্থার কর্মকর্তারা।
জানা গেছে, সড়কে চলাচলের অনুমতি না থাকা গ্রিন ঢাকা ও আশিয়ান পরিবহনের ২টি এসি বাস, ১টি লেগুনা, ২টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ১টি সিএনজিচালিত অটোরিকশাকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া বন্ধন পরিবহনের একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, শহরের যানজট নিরসনে নাসিকসহ ৫টি সংস্থা অভিযান পরিচালনা করে। চাষাঢ়া থেকে বাস কাউন্টারগুলো চাঁনমারীতে সরিয়ে নেওয়া নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদনহীন কয়েকটি পরিবহনকে ডাম্পিংয়ে পাঠানো এবং একটি পরিবহনকে জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ পার্কিং ও স্ট্যান্ড বন্ধে নো পার্কিং জোন করা হয়েছে। অটোরিকশাগুলোকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা হচ্ছে। ট্রাকগুলো সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর আয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ রানা, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইফুল কবির, নাসিকের সচিব নূর কুতুবুল আলম, টাউন প্ল্যানার মইনুল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন