নরসিংদীতে দাম্পত্য কলহের জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েছেন মো. সাইদুর রহমান রহিদ (৩৬) নামে এক যুবক।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।
এর আগে বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলসড়কের নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মো. সাইদুর রহমান রহিদ ঢাকা দক্ষিণ কাফরুল এলাকার মো. ইসলাম শেখের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি প্রোভাইডার হিসেবে চাকরি করতেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার সাইদুর ঢাকা থেকে নরসিংদীতে শ্বশুরবাড়িতে যান। স্ত্রী তহুরা খাতুন স্থায়ীভাবে তার বাবার বাড়ি নরসিংদীতে থাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন কলহ চলছিল। এর জেরে সাইদুর গত রাতে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে পুরানপাড়া এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়।
সাত বছর আগে তিনি নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার রহমান মুন্সীর মেয়ে তহুরা খাতুনকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের ভাই লুৎফুর রহমান বলেন, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে এবং সেটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে লিখে গেছেন আমার ভাই। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করছি।
রেলওয়ে ইনচার্জ মো. শহীদুল্লাহ্ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া ফেসবুকের স্ট্যাটাসটি আমরা পেয়েছি, তদন্ত চলছে।
মন্তব্য করুন