নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের লেকের পানিতে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় ব্যক্তির খণ্ডবিখণ্ড লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই ব্যক্তির নাম জসিম উদ্দিন মাসুম (৫৯)। তিনি ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকার বাসিন্দা।
সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, বুধবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উদ্ধার করা লাশটি মোহাম্মদ জসীমউদ্দীন মাসুম নামে এক ব্যবসায়ীর। তার পরিবারের লোকজন লাশটি দেখে শনাক্ত করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন নারীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করার পর বাকি তথ্য জানানো হবে।
তিনি আরও বলেন, নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সস্তাপুর চাঁদ ডাইংয়ের মালিক জসিম। গত রোববার তার ছেলে ওবায়দুল ইসলাম শিমু গুলশান থানায় একটা জিডি করেন। সম্ভবত ৩/৪ দিন আগে তাকে হত্যা করে পলিথিনে মুড়িয়ে এ লেকে ফেলে রেখে যায় লাশ।
এর আগে বুধবার (১৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের একটি লেক থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, বুধবার সকালে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের লেকের পাড়ে ৩টি কালো পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ পলিথিনের ব্যাগগুলো খুললে এক ব্যক্তির শরীরের মাথা, দুটি হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাম পা, ঊরুর কাটা অংশ পাওয়া যায়।
মন্তব্য করুন