মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিএ) ড্রেজার বেইজের পাইপে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আরিচা গরুহাট সংলগ্ন বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের পক্ষ থেকে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের পাশে যমুনা নদীর তীরে রাখা ড্রেজার পাইপের বয়ায় আগুন জ্বলে উঠে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ড্রেজার পাইপের ২৫-৩০ টি বয়া পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ নাশকতা করে আগুন ধরিয়ে দিয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন