চট্টগ্রামে বেসরকারি আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় মেসার্স কোয়ালিটি প্রোডাক্টসের পরিচালক মোহাম্মদ হাসানোর রশীদ রিপনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই পরোয়ানা জারি করেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম কালবেলাকে বলেন, ‘আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের মামলায় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দেন। মামলায় বাদী ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
আদালত সূত্র জানায়, ২০১০ সালে খেলাপি ঋণ আদায়ের জন্য মেসার্স কোয়ালিটি প্রোডাক্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আদালতে মামলা করে আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখা। এতে তিন নম্বর আসামি করা হয় হাসানুর রশীদকে। ২০১৯ সালের ৭ এপ্রিল এ মামলার ডিক্রি হয়। তবে নিলামে ক্রেতা না পাওয়ায় নিলামে বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রি সম্ভব হয়নি। এরপর থেকেই বিভিন্ন দরখাস্ত দিয়ে সময়ক্ষেপণ করছিলেন ব্যবসায়ী রিপন।
সূত্র আরও জানায়, ২০২২ সালের ২৯ নভেম্বর রিপনের পাসপোর্ট জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। ১০ লাখ টাকা জমা দিতে আদালত আদেশে দিলেও তিনি টাকা জমা দেননি। পরে তার বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দেওয়া হয়। এরপর ২ লাখ টাকা দিয়ে পরোয়ানা রিকলের আবেদন করলে আবারও ৮ লাখ টাকা দেওয়ার আদেশ দেন আদালত। এরপর আবারও গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলে গত ৮ মে জামিনে মুক্তির আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ৭ জুলাই ১ কোটি টাকা জমা দিতে আদেশ দেন। আদেশ না মানলে জামিন বাতিল হবে জানালেও তিনি সাড়া দেননি।
বর্তমানে তার কাছে ১০ কোটি টাকারও বেশি ঋণ পেলেও ১৪ বছরেও তা পরিশোধ করেননি। পরে বুধবার (১৩ নভেম্বর) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবারও আদালতের কাছে আবেদন করে ব্যাংক। সেই আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।
মন্তব্য করুন