বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার মামলা, আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

আ.লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : কালবেলা
আ.লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : কালবেলা

বরিশালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তানভীর রহমান তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাকেরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের সহকারী উপপরিদর্শক নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের জামিন নামঞ্জুর হলে আদালত থেকে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, আওয়ামী লীগ নেতা খোন্দকার জিয়াউর রহমান রিপন, গাড়-রিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস নান্টু, মোখলেছুর রহমান, ইকবাল তালুকদার, মাসুদ আকন, পংকজ দাস, সুজন চন্দ্র দাস, হাফিজুল ইসলাম পান্ডে, লিটন গাজী, মো. মাহবুব, মাহফুজ মুসুল্লী, মাসুদ আলম খান, শফিক ডাকুয়া, পরিতোষ দাস, আরিফুর রহমান চুন্নু, ফারুক সিকদার ও সোহেল রানা।

মামলার বরাতে উপপরিদর্শক জানান, ২০২২ সালের ২৭ আগস্ট উপজেলা বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় যোগ দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা উপজেলার চর আউলিয়া পুর দেলোয়ার হোসেনের বাড়ির সামনে জড়ো হন।

তখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে আওয়ামী লীগের প্রায় ২০০ নেতাকর্মী সশস্ত্র অবস্থায় তাদের ওপর হামলা করেন। তারা লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে নেতাকর্মীদের আহত করেন। এ ছাড়া বেশ কিছু রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনার প্রায় দুই বছর পর গত ৭ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে ৯০ জনের নামে এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। এ সময় বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সংঘর্ষে আহত ৫

ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিওয়াইবি সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ শাখার সভাপতি কেডি, সম্পাদক হৃদয়

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

হাতি রাখার জায়গা নাই, দুই মাহুতকে ছেড়ে দিল পুলিশ

হত্যা মামলায় তোফায়েল আহমদের ভাতিজা মুকুল কারাগারে

আখক্ষেতের পাশে পড়ে ছিল অটোচালকের গলাকাটা লাশ

ময়মনসিংহে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

সিওয়াইবি চবি শাখার নতুন সভাপতি রেদওয়ান, সম্পাদক হাছান মাহমুদ

বাংলাদেশ-আজারবাইজান সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি

১০

হত্যা মামলায় হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম কারাগারে

১১

সব শ্রম সমস্যা সমাধানের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

১২

জুলাই অভ্যুত্থানে শহীদের তালিকায় আরও এক নাম

১৩

ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য : শফিকুর রহমান

১৪

ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু অপপ্রচারে লিপ্ত : খেলাফত মজলিস

১৫

ফের বোমাতঙ্ক, ১৯৩ আরোহী নিয়ে বিমানের জরুরি অবতরণ

১৬

পরিচয় মিলেছে লেকের পানিতে থাকা খণ্ডবিখণ্ড লাশের

১৭

গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব

১৮

চালের দাম কবে কমবে জানালেন খাদ্য উপদেষ্টা

১৯

ফুটবলেও আসছে ডিআরএস?

২০
X