চট্টগ্রামের সাগরিকায় এবার ফোমের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নগরের পাহাড়তলীর সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।
প্রায় ৫০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন। কালবেলাকে তিনি বলেন, বিকেল ৪টা ২০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিনটি ও বন্দর ফায়ার সার্ভিসের ২টিসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
তিনি আরও বলেন, মূলত বিভিন্ন ফার্নিচার, রিকশা ও সরঞ্জামের ফোম সেই গোডাউনে সংরক্ষণ করা হয়েছিল। সেখানে বিভিন্ন প্রকার ফোম ছিল।
এদিকে প্রত্যক্ষদর্শী আব্দুল কালাম বলেন, বিকেলে হঠাৎ করেই এই আগুনের সূত্রপাত হয়। গোডাউনটিতে সব ফোম থাকায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয় যায়। এই ধোঁয়া দেখে সবাই ভয় পেয়ে যায়।
এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট কর্ণফুলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রাত ১১টার কিছু সময় পর আগুন নেভানো যায়। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা এসব নিরুপণে কাজ করছেন।
এর আগের দিন সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার এলাকার নূপুর মার্কেটের একটি জুতার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘মার্কেটের গোডাউনে একটি জুতার গুদামে আগুন লেগেছিল। নন্দনকানন স্টেশন থেকে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভানো সম্ভব হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’
মন্তব্য করুন