নোয়াখালীর হাতিয়া উপজেলায় বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীন কৃষকদের জমি বুঝিয়ে না দিলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভূমিহীন কৃষকরা।
বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বন্দোবস্তকারী ভূমিহীন কৃষক সমাবেশে এ হুঁশিয়ারি দেন তারা।
হাতিয়া ভূমিহীন কৃষক সমিতির সভাপতি মাঈনউদ্দিন লেলিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন, গোলাম সারওয়ার, মো. শাহাজান, মো. আব্দুল হান্নানসহ আরও অনেকে।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী নেতাকর্মীর কারণে ভূমিহীনরা তাদের বন্দোবস্তপ্রাপ্ত জমি চাষাবাদ করতে পারেননি। ভূমিহীনদের বন্দোবস্ত জমিগুলো বুঝিয়ে দেওয়া এখন সময়ের দাবি।
কৃষখ নেতারা বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, আমরা দীর্ঘ কয়েক বছর ধরে জমি বন্দোবস্ত নিয়েছি। এর পক্ষে সব কাগজপত্র সংগ্রহ করে রেখেছি। এ বিষয়ে কয়েকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড বরাবর স্মারকলিপি জমা দিয়েছি, যাতে ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া জমি তাড়াতাড়ি মাঠ জরিপ করে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু তারা নথিভুক্ত জমিগুলো বুঝিয়ে দেবেন বলেও দেননি। আজ কয়েক বছর ধরে আমরা জমিতে ফসল ফলাতে পারি না। জমিও বুঝিয়ে দিচ্ছেন না।
কৃষক নেতারা আরও বলেন, আজ আবারও বলছি, যদি আমাদের জমি তাড়াতাড়ি বুঝিয়ে না দেন, তাহলে আমরা কঠোর আন্দোলনে নামব। তখন কেউ পালানোর পথ খুঁজে পাবেন না। তাড়াতাড়ি মাঠ জরিপ করে প্রত্যেক ভূমিহীনকে বুঝিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সমাবশে উপলক্ষে হাতিয়ায় বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার ভূমিহীন কৃষকরা উপস্থিত হন।
মন্তব্য করুন