যশোর বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের এম এম আলী রোডের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোর গোয়েন্দা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ নাহিয়ান কালবেলাকে বলেন, যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর।
মন্তব্য করুন