সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। ছবি : সংগৃহীত

তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হতে যাচ্ছে সিরাজগঞ্জ শহর থেকে ঢাকায় যাতায়াতের একমাত্র আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, ১৫ নভেম্বর সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এ ট্রেনটি চালু হবে। বন্ধ হওয়ার আগে যেভাবে যে সময়ে চলাচল করেছে, সেভাবেই চালু হবে। এর আগে ৪ আগস্ট এটি বন্ধ হয়ে যায়।

জানা যায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন ও সদানন্দপুর রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই সিরাজগঞ্জ শহর থেকে চলাচল করা একমাত্র এই ট্রেনটি বন্ধ হয়ে যায়।

এরপর ট্রেনটি চালুর দাবিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সিরাজগঞ্জবাসী আন্দোলন করে গড়ে তোলে। ট্রেনটি চালুসহ বিভিন্ন দাবিতে চলতে থাকে সংবাদ সম্মেলন, মানববন্ধন, সাংস্কৃতিক পদযাত্রা, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি। পাশাপাশি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চালিয়ে যান বিএনপি নেতা বাচ্চু। অবশেষে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু এবং সিরাজগঞ্জ শহর হয়ে সব ট্রেন চলাচলের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পাশাপাশি রেল সচিব ও পশ্চিমাঞ্চলের রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ট্রেনটি চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আন্তঃনগর ট্রেনটি যেন আগের মতো লোকাল হয়ে চলাচল না করে, এ ব্যাপারে দাবি জানিয়েছি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, ৫ আগস্টের আগে ৭টি বগি নিয়ে প্রতিদিন ভোর ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে যাবে এবং ঢাকার কমলাপুর থেকে বিকেল সোয়া ৪টায় ছাড়বে।

তিনি বলেন, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত মেরামত কাজ শুরু হবে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত শহীদ এম মনসুর আলী স্টেশনের মেরামত করে ২০ নভেম্বরের মধ্যে চালু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা, নিহত ৬ ইসরায়েলি সেনা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস 

আসিফ নজরুলকে হেনস্তা, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত সরকারের

ভবদহে প্রথমবারের মতো চালু হচ্ছে ভাসমান টয়লেট

মেয়েকে শাসন করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে হত্যা

১৪ নভেম্বর, ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

খুবিতে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফির প্রতিবাদে আন্দোলন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন আহতরা 

১০

১৪ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১১

জেডআরএফের পরিচালনা পর্ষদ 'বোর্ড অব ডাইরেক্টরস কমিটি’ গঠন

১২

হাসপাতালে ফিরছেন না, রাতেও রাস্তায় থাকছেন আহতরা

১৩

প্রধান উপদেষ্টা না আসা পর্যন্ত রাজপথ ছাড়ব না: আন্দোলনকারী

১৪

ঢাবির সিন্ডিকেট সভায় নতুন ছয় সদস্যের যোগদান

১৫

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধের সময় এসেছে : যুক্তরাষ্ট্র

১৬

ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল চায় ঢাকা রেসিডেনসিয়ালের শিক্ষার্থীরা

১৭

রোহিঙ্গা সংকটের প্রভাব নির্ধারণ ও ভবিষ্যৎ উত্তরণের উদ্যোগ

১৮

আওয়ামীপন্থি শিক্ষক নিয়ে ঢাবির সিন্ডিকেট সভা, প্রতিবাদে বিক্ষোভ

১৯

শতাধিক ইঞ্জিনিয়ার নেবে টেকনোনেক্সট সফটওয়্যার

২০
X