শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। ছবি : সংগৃহীত

তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হতে যাচ্ছে সিরাজগঞ্জ শহর থেকে ঢাকায় যাতায়াতের একমাত্র আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, ১৫ নভেম্বর সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এ ট্রেনটি চালু হবে। বন্ধ হওয়ার আগে যেভাবে যে সময়ে চলাচল করেছে, সেভাবেই চালু হবে। এর আগে ৪ আগস্ট এটি বন্ধ হয়ে যায়।

জানা যায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন ও সদানন্দপুর রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই সিরাজগঞ্জ শহর থেকে চলাচল করা একমাত্র এই ট্রেনটি বন্ধ হয়ে যায়।

এরপর ট্রেনটি চালুর দাবিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সিরাজগঞ্জবাসী আন্দোলন করে গড়ে তোলে। ট্রেনটি চালুসহ বিভিন্ন দাবিতে চলতে থাকে সংবাদ সম্মেলন, মানববন্ধন, সাংস্কৃতিক পদযাত্রা, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি। পাশাপাশি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চালিয়ে যান বিএনপি নেতা বাচ্চু। অবশেষে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু এবং সিরাজগঞ্জ শহর হয়ে সব ট্রেন চলাচলের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পাশাপাশি রেল সচিব ও পশ্চিমাঞ্চলের রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ট্রেনটি চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আন্তঃনগর ট্রেনটি যেন আগের মতো লোকাল হয়ে চলাচল না করে, এ ব্যাপারে দাবি জানিয়েছি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, ৫ আগস্টের আগে ৭টি বগি নিয়ে প্রতিদিন ভোর ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে যাবে এবং ঢাকার কমলাপুর থেকে বিকেল সোয়া ৪টায় ছাড়বে।

তিনি বলেন, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত মেরামত কাজ শুরু হবে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত শহীদ এম মনসুর আলী স্টেশনের মেরামত করে ২০ নভেম্বরের মধ্যে চালু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে আ.লীগের পুনর্বাসন ঠেকাতে হবে: নুর

নির্বাচন যত দ্রুত হবে, সমস্যা তত কমে আসবে : মির্জা ফখরুল

খাসজমির দখল নিয়ে সংঘর্ষে দুজন নিহত

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম : আমিনুল হক 

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল

আহত রানার পাশে ‘আমরা বিএনপি পরিবার’

ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক

একদিকে প্রশান্তি, অশান্তিও বিরাজ করছে: শামা ওবায়েদ

চোর সন্দেহে খুঁটিতে বেঁধে যুবককে নির্যাতন

র‍্যানকন মটরসের সঙ্গে ক্র্যাক প্লাটুন চার্জিং সলুশনের চুক্তি

১০

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য : নয়ন

১১

‘এক ফ্যাসিস্টকে হটিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না’

১২

জুলাই বিপ্লবে আহত মুক্তিযোদ্ধার ছেলে বাবুকে নেওয়া হচ্ছে থাইল্যান্ড

১৩

মাদকাসক্ত ছেলেকে কারাগারে দিলেন মা

১৪

কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : পরিবেশ উপদেষ্টা

১৫

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে যেসব দেশ

১৬

সাভারের তরুণীর টানে ঢাকায় কোরিয়ান যুবক

১৭

‘আ.লীগের মতো চোর পৃথিবীতে আর নেই’

১৮

‘উড়ন্ত চক্ষু হাসপাতালের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ’

১৯

সেন্টমার্টিন নিয়ে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেষ্টা

২০
X