রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর কবরের পাশে ১৮ বছর ধরে কোরআন পড়েন স্বামী

স্ত্রীর কবরের পাশে দোয়া করছেন এটিএম মোস্তফা কামাল। ছবি : কালবেলা
স্ত্রীর কবরের পাশে দোয়া করছেন এটিএম মোস্তফা কামাল। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রাজারহাটের চান্দামারী গ্রামের বাসিন্দা এটিএম মোস্তফা কামাল (৭৪)। তার স্ত্রী রেখা বেগম মারা গেছেন ১৮ বছর আগে। এই ১৮ বছর স্ত্রীর কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত, দোয়া-দরুদ ও পত্রিকা পড়ে দিন কাটাচ্ছেন তিনি।

জানা গেছে, প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পরে তার কবরের পাশেই বেশিরভাগ সময় কাটিয়ে আসছেন। এটিএম মোস্তফা রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন। ২০০৯ সালে তিনি অবসরে যান। ২০০৬ সালের ১৪ নভেম্বর তার স্ত্রী রেখা বেগম (৪৩) বছর বয়সে মৃত্যুবরণ করেন। স্ত্রীকে বাড়ির প্রবেশ পথে রাস্তার পাশে সমাহিত করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, এটিএম মোস্তফা এবং রেখা বেগমের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো ছিল। বিয়ের পর একে-অপরকে ছেড়ে কখনো একটি দিনও কাটাননি তারা। রেখা বেগম স্বামীর সেবা-যত্নে কখনো কোনো ত্রুটি করেননি। পাশাপাশি স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসা ও সাংসারিক কাজে সব সময় সহযোগিতা করেছেন মোস্তফা।

এই দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে। ছেলে রাজীব ফেরদৌস শুভ্র ও কন্যা রুবাইয়া সুলতানা বিবাহিত।

ছেলে শুভ্র বলেন, মায়ের মৃত্যুর ১৮ বছর পার হতে চলছে। বাবা মাকে এক দিনের জন্যও ভুলতে পারেননি। মনে হয় কয়েক দিন আগে মা মারা গেছেন।

তিনি বলেন,পারিবারিক কাজে বাবা কখনো বাজারে গেলেও দ্রুত কাজ শেষ করে বাড়িতে ফিরে আসেন। ঘুরে-ফিরে আবার মায়ের কবরের কাছে বসেন। রাত জেগে নামাজ এবং কোরআন তেলাওয়াত করে মায়ের জন্য দোয়া করেন।

উপজেলার নওদাবস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোবাশ্বের আলম লিটন বলেন, স্যার সম্রাট শাজাহানের মতো মৃত স্ত্রীর জন্য তাজমহল নির্মাণ করতে পারেননি। তবে হৃদয়ে স্ত্রীর প্রতি গভীর ভালোবাসার দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এটিএম মোস্তফা বলেন, স্বামী জীবিত অবস্থায় স্ত্রীর মৃত্যুতে অন্যদের ক্ষেত্রে কেমন হয় জানি না। তবে আমার স্ত্রীর (রেখা বেগম) মৃত্যুর পর প্রতিটি দিন-রাত আমার কাছে অপূর্ণ মনে হয়। তাকে আমি ভুলতে পারি না। তার মৃত্যুর পর আমি প্রতিদিন ফজরের নামাজের আগে ও পরে এবং অন্যান্য সময় মিলে ১২৯ বার কোরআন খতম করেছি। আমি সব সময় আল্লাহর কাছে তার জন্য জান্নাত প্রার্থনা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

খুবিতে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফির প্রতিবাদে আন্দোলন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা 

১৪ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

জেডআরএফের পরিচালনা পর্ষদ 'বোর্ড অব ডাইরেক্টরস কমিটি’ গঠন

হাসপাতালে ফিরছেন না, রাতেও রাস্তায় থাকছেন আহতরা

প্রধান উপদেষ্টা না আসা পর্যন্ত রাজপথ ছাড়ব না: আন্দোলনকারী

ঢাবির সিন্ডিকেট সভায় নতুন ছয় সদস্যের যোগদান

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধের সময় এসেছে : যুক্তরাষ্ট্র

১০

ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল চায় ঢাকা রেসিডেনসিয়ালের শিক্ষার্থীরা

১১

রোহিঙ্গা সংকটের প্রভাব নির্ধারণ ও ভবিষ্যৎ উত্তরণের উদ্যোগ

১২

আওয়ামীপন্থি শিক্ষক নিয়ে ঢাবির সিন্ডিকেট সভা, প্রতিবাদে বিক্ষোভ

১৩

শতাধিক ইঞ্জিনিয়ার নেবে টেকনোনেক্সট সফটওয়্যার

১৪

লাশ নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ফোন, ‘আমি মরে যাইনি, বেঁচে আছি’

১৫

ঢাকায় সেমিনার বৃহস্পতিবার / ৩১ দফাকে পুনরায় জাতির সামনে তুলে ধরবে বিএনপি

১৬

থানায় হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

‘বন্য হাতির সুরক্ষায় সহাবস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’

১৮

চসিককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে : ডা. শাহাদাত

১৯

১০ কোটি টাকা ঋণ নিয়ে গড়িমসি, পরিচালকের বিরুদ্ধে পরোয়ানা

২০
X