চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে ৪৩ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
এ নিয়ে চলতি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫১৩। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৩১ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। ডেঙ্গুতে আক্রান্তের হার বেড়ে যাওয়ায় এ নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ১১ নভেম্বর রাতে তিনি মারা যান।
এ নিয়ে চলতি মাসের প্রথম ১২ দিনে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আটজনের।
মন্তব্য করুন