চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে এক ৩০ বছরের যুবক নিহত হয়েছেন। পরে খণ্ড খণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধলই কাটিরহাট রেলস্টেশনের দক্ষিণর খন্ডলিয়ার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ষোলশহর রেলস্টেশন মাস্টার মো. জয়নাল আবেদীন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ট্রেনে কাটা পড়ে নিহত ওই ব্যক্তি রাতে রেললাইনের ওপর শুয়ে ছিলেন। পরে যখন ভোরে ট্রেন যাচ্ছে তখন কাটা পড়ে দেহ ৪ টুকরো হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যান।
ষোলশহর রেলস্টেশন মাস্টার মো. জয়নাল আবেদীন কালবেলাকে বলেন, সকালে কাটিরহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠান। স্টেশনে ট্রেনে চলাচলে সবাইকে আরও সতর্ক হওয়া উচিত। কাটিরহাট রেলস্টেশন বন্ধ থাকায় স্টেশন মাস্টার নাই।
রেলওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম বলেন, আজ সকালে ট্রেনে কাটা পড়ে ৩০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্তব্য করুন