মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্টের সহযোগী ও মাদক ব্যবসায়ী সোহাগ হোসেনকে (৩২) অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (১১ নভেম্বর) রাত ৯টায় সোহাগের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা চাইনিজ কুড়াল ও ২টি মোবাইল ফোন, কয়েকটি সিমকার্ড, একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
সোহাগ মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অনলাইন ক্যাসিনো পরিচালনা এবং মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, অনলাইন ক্যাসিনো ও মাদক ব্যবসায়ীরা অস্ত্র ও গুলি নিয়ে এসেছে এমন খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে সোহাগকে আটক করে জিজ্ঞাসাবাদের পর, তার স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার আশরাফপুর গ্রামের শ্মশানঘাট সংলগ্ন মাঠ থেকে জার্মানির তৈরি একটি নাইন এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ইতঃপূর্বে কালবেলার অনলাইন জুয়া সংক্রান্ত অনুসন্ধানকালে জানা যায়, মোনাখালি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফা গাইনের ছেলে অনলাইন ক্যাসিনো এজেন্ট পরাগের ঘনিষ্ঠ সহযোগী ও মাদক সরবরাহকারী এই সোহাগ হোসেন।
মন্তব্য করুন