রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১১:০১ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বেরোবির তিন শিক্ষার্থীকে পেটাল দোকানদাররা

বেরোবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তৎপর পুলিশ। ছবি : কালবেলা
বেরোবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তৎপর পুলিশ। ছবি : কালবেলা

মোবাইল ফোন কিনে প্রতারণার শিকার হওয়ায় দোকানে সেই ফোন ফেরত দিতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে রংপুর প্রেস ক্লাব মার্কেটের কয়েকজন দোকানদার। পরে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর প্রেস ক্লাব মার্কেটে এ ঘটনা ঘটেছে।

আহত তিন শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৪তম ব্যাচের মাহাদী হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ সৌরভ ও ম্যানেজমেন্ট বিভাগের ১২তম ব্যাচের জামশেদ।

পরে রাত সাড়ে ৯টা থেকে এর প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

ঘটনাস্থলে রাত পৌনে ১০টায় ঘটনাস্থলে পুলিশ গেলে তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পুলিশ দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান, তার বন্ধু মাহাদি হাসান প্রেসক্লাব মার্কেটের একটি দোকান থেকে ৩০ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনে। কিন্তু কয়েকদিন পর টের পায় যে ফোনের ডিসপ্লেটি অরিজিনাল না, সেটি পরিবর্তন করা হয়েছে। পরে সেই দোকানে গিয়ে ফোনটি পরিবর্তন করে অন্য আরেকটি ফোন চান। কিন্তু দোকানদার অন্য ফোন দিতে রাজি হয়নি। পরে ২০ শতাংশ টাকা কমিশন বাবদ কেটে নিয়ে বাকি টাকা ফেরত চাইলে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ওই দোকানদার শিক্ষার্থীর ওপর হাত তোলেন। তার সঙ্গে থাকা সৌরভ ও জামশেদ নামে দুই শিক্ষার্থী মারধরের প্রতিবাদ করলে আশেপাশের কয়েকজন দোকানদার মিলে তাদের তিনজনকে বেধড়ক মারধর করেন।

রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমানকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন শিক্ষার্থীরা। দেরি করে আসায় তাকে ফিরে যাওয়ার অনুরোধও করেন।

শেষ খবর পর্যন্ত ঘটনাস্থলে সেনাবাহিনীর দুটি গাড়ি এসে পৌঁছায়। পরিস্থিতি শান্ত করতে সেনা সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।

মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার কালবেলাকে বলেন, অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত মার্কেট বন্ধ রাখতে শিক্ষার্থীরা যে দাবি দিয়েছে তা মেনে নেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করেছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবিদ্বারে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার

যোদ্ধাদের হামলায় পঙ্গু ইসরায়েলের প্রধান বন্দরনগরী

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সভা

ভারত-পাকিস্তান থেকে আইসিসি ইভেন্ট সরানোর দাবি পাকিস্তান কিংবদন্তির

বেপরোয়া বাস কেড়ে নিল ব্যাংক কর্মকর্তার প্রাণ

আলু সিন্ডিকেটের দৌরাত্ম্য, লক্ষাধিক টাকা জরিমানা 

বাংলাদেশের তরুণ রক মিউজিশিয়ানদের জন্য নতুন প্ল্যাটফর্ম ‘দ্য কেইজ’

রোনালদোর কি মেসিকে বার্তা দিলেন?

তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক এমপি মুকুল গ্রেপ্তার

যবিপ্রবিতে ছাত্রদলের ক্যাম্পেইন, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

১০

ভারতের গোপন প্রস্তুতি

১১

জিরো পয়েন্টে ১০ নভেম্বরের ঘটনা নিয়ে অ্যামনেস্টির বিবৃতি

১২

মাস্ক ও রামাস্বামীকে নতুন দায়িত্ব দিলেন ট্রাম্প

১৩

ঘরোয়া-আন্তর্জাতিকের মাঝে দুস্তর ব্যবধান

১৪

পাইওনিয়ার হসপিটালের পরিচালক ও সুপারভাইজার কারাগারে

১৫

‘রোড ক্র্যাশে হতাহতের তথ্যে সংখ্যার তারতম্য রয়েছে’

১৬

খাগড়াছড়ি জেলা আ.লীগ নেতা দিদারসহ গ্রেপ্তার ৪

১৭

জমি নিয়ে বিরোধে কৃষকের বাড়িতে আগুন

১৮

ছাত্রদল নেতার নেতৃত্বে প্রধান শিক্ষকের ওপর হামলায় মামলা

১৯

কারাগার থেকে ইমরান খানের চূড়ান্ত আন্দোলনের ডাক

২০
X