পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পুনর্গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তী চেয়ারম্যান এবং ১৪ সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (১১ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তারা। তবে যোগদানের আগে সবাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত ২৮টি বিভাগের প্রধান ও উপস্থিত জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং নবাগত যোগদানকৃত সদস্যসহ সুধীজনের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন নবাগত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এ সময় নবাগত সদস্য রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, উম চিং মারমা, খামলাই ম্রো, মং এ চিং চাক, ডা. সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাং ফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, অ্যাডভোকেট মাধবী মার্মা, খুরশিদা ইসহাক তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং পার্বত্যবাসীর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
নবনিযুক্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, সততা এবং নিষ্ঠার সঙ্গে সবাই কাজ করে আমরা উন্নয়নের ভূমিকা রাখতে পারি। আমাদের মুখ্য উদ্দেশ্য হবে দরিদ্র জনগণের পাশে দাঁড়িয়ে তাদের দারিদ্র্য বিমোচন করতে হবে। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কর্মক্ষম করে তাদের জীবনযাত্রা কীভাবে সুগম করা যায়, সেই চেষ্টা থাকবে।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন পরিষদ গঠন করা হয়। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ১৯৮৯ সালে প্রণীত পৃথক ৩টি আইন অনুযায়ী জেলা পরিষদগুলো গঠিত।
মন্তব্য করুন