অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তে ছাত্র-জনতার মতামতকে উপেক্ষা করায় সিলেটে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে আন্দোলনের কর্মীরা সিলেট নগরের চৌহাট্টা থেকে শুরু করে জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হয়েছে। এই বিজয় হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। কিন্তু নতুন উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত বিপ্লবের মূল চেতনার পরিপন্থি।
তারা বলেন, ফ্যাসিবাদী শক্তির পক্ষের ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্তি শহীদদের রক্তের অবমাননা এবং গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি। আমরা আশাবাদী, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে।
এদিকে গতকাল রোববার (১০ নভেম্বর) নতুন করে শপথ নিয়েছেন তিন উপদেষ্টা। তারা হলেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
মন্তব্য করুন