শরীয়তপুরে কোর্টের হাজতখানার ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়া আসামি রাজু মালকে ১ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আটং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে দুপুর ৩টার দিকে হাজতখানার টয়লেটের লোহার ভেন্টিলেটর ভেঙে ডামুড্যা থানার একটি চুরির মামলার আসামি রাজু পালিয়ে যান।
গ্রেপ্তার হওয়া রাজু মাল (২৬) ডামুড্যা উপজেলার মাসুদপট্টি এলাকার মোকলেছুর রহমানের ছেলে।
শরীয়তপুর আদালত পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা যায়, ডামুড্যা থানার একটি চুরির মামলার আসামি রাজু হোসেন শরীয়তপুর জেলা কারাগারে ছিলেন। রোববার (১০ নভেম্বর) আদালতে তার রিমান্ড শুনানি ছিল। দুপুরের দিকে আদালত পুলিশ তাকে জেলা কারাগার থেকে হাজতখানায় নিয়ে আসে। পুলিশের প্রহরায় তিনি সেখানে ছিলেন। সেই হাজতখানা থেকেই পালানোর ঘটনা ঘটে।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব কালবেলাকে বলেন, আসামি হাজতে থাকাকালে সুকৌশলে পালিয়ে গিয়েছিল। পরে ১ ঘণ্টার মধ্যে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মন্তব্য করুন