বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৪

বরগুনায় আসামিদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা
বরগুনায় আসামিদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা

বরগুনায় রিমান্ডের আসামিদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের চারজন সদস্যসহ বরগুনা সদর হাসপাতালের পাঁচজন কর্মচারী আহত হন। সোমবার (১১ নভেম্বর) দুপুরে বরগুনা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

বরগুনা গোয়েন্দা শাখার ওসি বশিরুল আলম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর তালতলী উপজেলা বিএনপির কার্যালয় ও তালতলী উপজেলা জিয়া মঞ্চের কার্যালয় ভাঙচুর করেন তালতলী উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত ছাত্রনেতা মো. মিজান ওরফে টাচ মিজানসহ তার অনুসারীরা। এ ঘটনায় দ্রুত বিচার আইনে তালতলী থানায় মামলা করেন তালতলী উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জাকির খলিফা। পরে মামলার এজহার অনুযায়ী আসামিদের গ্রেপ্তার করে আদালতে তোলা হলে ‘টাচ মিজান’সহ ৭ আসামির রিমান্ড মঞ্জুর করা হয়।

আসামিরা হলেন মো. মিজান ওরফে টাচ মিজান, মো. রাকিব, মো. জাহিদ, মো. খলিল মিয়া, ইমার ওরফে বাটন ইমরান, আরিফ ও ইউসুফ মিয়া।

রিমান্ডে নেওয়ার আগে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সোমবার দুপুরে সদর হাসপাতালে নিয়ে যান মামলার তদন্ত করে কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম। এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে আসামিসহ তাদের পক্ষের লোকজন পুলিশের হামলা চালায়। একপর্যায়ে হাসপাতালের কর্মচারীরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। এতে পুলিশের চার সদস্য আহত হন।

আহতরা হলেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম, অন্তর ও ফোরকান, রিয়াজুল ইসলাম।

পরে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা হাসপাতালে গিয়ে ওই ৭ আসামিসহ হামলার ঘটনা জড়িত আরও ৩ জনকে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম বলেন, তালতলী থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় ৭ জন আসামির বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড আবেদন করি। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিদের রিমান্ডে নেওয়ার আগে আসামিদের শারীরিক পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাই। এ সময় আসামিপক্ষের লোকজন অতর্কিত হামলা করে। হামলায় আমিসহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়াও হাসপাতালে পাঁচজন কর্মচারী আহত হন।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. বশির আলম বলেন, তালতলী থানার একটি মামলার রিমান্ডের আসামি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার খবর শুনে হাসপাতালে যাই। পরে ৭ জন আসামিসহ তিনজন হামলাকারীকে আটক করি। বাকি হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী চলে গেছে আতাউরের সঙ্গে, শোকে জুয়েলের বিষপান

পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা

চীনের বিশাল খনিতে কী পরিমাণ সোনা আছে?

রাজউক কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে 

আ.লীগ নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে : জামায়াত আমির

রিমান্ড শেষে কারাগারে আতিক-আলেপ-ফারুকী

মেজর জলিলের মরণোত্তর ‘বীরউত্তম’ খেতাব চান রব

ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা

‘উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে বিগত সরকার’

পেসারদের দাপটে পার্থে ভাঙল ৭২ বছরের রেকর্ড

১০

সীমান্তে সোয়া কোটি টাকার চোরাই পণ্য আটক

১১

হঠাৎ ভয়ংকর টর্নেডো, কুড়িগ্রামে আতঙ্ক

১২

ফিলিস্তিনের লড়াকু মানসিকতায় মুগ্ধ সন

১৩

ভিসা দেওয়া না দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার : উপদেষ্টা হাসান আরিফ

১৪

ম্যাচ ড্র হলে ভীষণ বিরক্ত হন মেসি, কিন্তু কেন?

১৫

হারপুন লিক্যুইডের সচেতনতামূলক ক্যাম্পেইন 

১৬

নিলামের আগে আইপিএলের দলগুলোকে যে বার্তা দিল বিসিবি

১৭

বগুড়ায় অস্ত্র নিয়ে কৃষক লীগ নেতা ধরা

১৮

রংপুরে বীজ আলুর সংকট, দিশাহারা কৃষক

১৯

শুধু জিয়াউর রহমানের নাম থাকায়...

২০
X