চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজারে প্রদর্শিত তালিকার চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় মেসার্স আসিফ ট্রেডার্সসহ ৩টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান।
আনিছুর রহমান জানান, রিয়াজ উদ্দীন বাজারের পাইকারি আলুর বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় ধরা পড়ে নানা অনিয়ম। যেখানে টাঙানো মূল্য তালিকায় পাইকারিতে প্রতি কেজি আলুর দাম ৫৮ টাকা দেখানো হলেও, প্রকৃতপক্ষে আলুর কেজি বিক্রি করা হচ্ছে ৬০ টাকা করে। এমন অনিয়মের অভিযোগে মেসার্স আসিফ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া হালনাগাদে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয়কে ৬ হাজার টাকা, মেসার্স আকবর ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। অভিযানে ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন